চিরসবুজের কবি
এই শহরের প্রকাশক আর পাঠক সমাজ সবই তো কবির চেনা,
জানো না তুমি অনেকদিন হলো কবি কবিতা লেখে না।
প্রকাশকের কাছে যেতে যেতে জুতো জোড়া ক্ষয়ে গেছে,
পাঠকহৃদয়ে কবি তবে কীভাবে আছে বেঁচে?
তোমার তো এসব জানার কথা,
কবির হৃদয়ে ভীষণ ব্যথা।
পাঠকরা আর কবিতা পড়ে না বিদ্রোহী তাদের মন,
আড়ালে যেতে কবি এখন ব্যস্ত ভীষণ।
চোখে কি ভেসে ওঠেনা বিষণ্ণতার ছবি?
এরকমভাবেই বেঁচে আছে আমার চিরসবুজের কবি।
জানো না তুমি অনেকদিন হলো কবি কবিতা লেখে না।
প্রকাশকের কাছে যেতে যেতে জুতো জোড়া ক্ষয়ে গেছে,
পাঠকহৃদয়ে কবি তবে কীভাবে আছে বেঁচে?
তোমার তো এসব জানার কথা,
কবির হৃদয়ে ভীষণ ব্যথা।
পাঠকরা আর কবিতা পড়ে না বিদ্রোহী তাদের মন,
আড়ালে যেতে কবি এখন ব্যস্ত ভীষণ।
চোখে কি ভেসে ওঠেনা বিষণ্ণতার ছবি?
এরকমভাবেই বেঁচে আছে আমার চিরসবুজের কবি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আজাদ আলী ২৩/০৯/২০১৭
-
কামরুজ্জামান সাদ ১৩/০৯/২০১৭প্রিয় ব্লগার,
ঠিক বলেছেন। -
সাঁঝের তারা ১৩/০৯/২০১৭অপূর্ব!!! বিষণ্ণতা কেন কবি? যে শুনবার সে শুনুক, কেউ না শুনলেই বা কি ... হৃদয়ের কথা কবির কলমে ঝরুক অবিরত ...
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১২/০৯/২০১৭অনেক ভালো লাগা রইল।
-
রুনা লায়লা ১২/০৯/২০১৭সুন্দর লিখেছেন কবি।
ব্যাথা>ব্যথা
বিষণ্নতার >বিষণ্ণতার -
নীল আকাশ ১২/০৯/২০১৭সুন্দর । তবে আরো বেশী লিখলে ভালো হতো ।
Thanks.