রক্ত দিতে হবে
রক্ত দিতে হবে
-কামরুজ্জামান সাদ
রক্ত দিয়ে লিখব এবার
স্বাধীনতার গান
বাংলা যাদের মাতৃভাষা
কে নিবে তার মান?
ঘুমিয়ে এবার থাকব না
দেখবো মোরা সবে
মানুষ যদি হতেই হয়
রক্ত দিতে হবে।
অত্যাচারীর বুলেট এসে
ঝাঁঝরা করে বুক
সত্য মোদের পথের সাথী
সত্যেই খুঁজি সুখ।
বাংলাদেশে শত্রু তাড়াই
রক্ত বেঁচে আমার
রক্তে লেখা নাম মুছে দেয়
এ সাধ্য আছে কার?
কবিতার শিরোনাম : রক্ত দিতে হবে
- কামরুজ্জামান সাদ
লেখার তারিখ : ২৮/০৮/২০১৭
মহেশপুর ঝিনাইদহ
-কামরুজ্জামান সাদ
রক্ত দিয়ে লিখব এবার
স্বাধীনতার গান
বাংলা যাদের মাতৃভাষা
কে নিবে তার মান?
ঘুমিয়ে এবার থাকব না
দেখবো মোরা সবে
মানুষ যদি হতেই হয়
রক্ত দিতে হবে।
অত্যাচারীর বুলেট এসে
ঝাঁঝরা করে বুক
সত্য মোদের পথের সাথী
সত্যেই খুঁজি সুখ।
বাংলাদেশে শত্রু তাড়াই
রক্ত বেঁচে আমার
রক্তে লেখা নাম মুছে দেয়
এ সাধ্য আছে কার?
কবিতার শিরোনাম : রক্ত দিতে হবে
- কামরুজ্জামান সাদ
লেখার তারিখ : ২৮/০৮/২০১৭
মহেশপুর ঝিনাইদহ
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বিদ্রোহী শিহাব ০৩/০৯/২০১৭
-
সমির প্রামাণিক ৩০/০৮/২০১৭দেশপ্রেমের সুন্দর জয়গান।
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২৯/০৮/২০১৭ভালো লেখা।
-
সাঁঝের তারা ২৯/০৮/২০১৭তাই হোক কবি - রক্ত দিয়েই লেখা হোক স্বাধীনতার গান। এ লেখা মুছবার নয়। খুব সুন্দর...
আজও ছোঁয়া হয় নাই সে স্বাধীনতা।
স্বাধীনতা যেন আজ
পরাধীনতার শিখলে বন্ধী