www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অপেক্ষার নাবিক

অপেক্ষার নাবিক

-------------
তবে অপেক্ষাতে রবো আমি দেড়শত যুগ
একা একা দেখে যাবো শহরের বিবর্ণমুখ
তবু অপেক্ষার শেষ হয় যদি
সাঁতরাবো আমি আদিনিরবধি
কম্পিত চিত্তে
খেটে যাবো নিত্যে
তোমার অস্তিত্ব জুড়ে
অপেক্ষার সমুদ্দুরে।
ঘুরে বেড়াবো মেঘের মাদুরে বসে,
আসবেই তুমি, রেখেছি হিশেব কষে।
দুজনে তখন বেলাভূমের রামধনু হবো
পাখির কোলাহলের মত প্রেমের কথা কবো।
যদি না আসো তবে-
হৃদয়ে ক্ষত হবে।
হৃদমন্দিরের গড়া অবয়ব হবে চূর্ণ,
দু'ফোঁটা জলে যান্ত্রিক অনুভূতি হবে পূর্ণ।
তারপরও আমি অপেক্ষাতে থাকবো
নিরবে কাতরাবো।
অবাধ স্রোত ভেসে যাক
সাগরে গিয়ে পূর্ণতা পাক।
সারিসারি আওয়াজ তোলা কণ্ঠে জানিয়ে দিক,
আমি হবো তার চলমানতায় অপেক্ষার নাবিক।


কবিতার শিরোনাম : অপেক্ষার নাবিক // কামরুজ্জামান সাদ

কবিতা রচনার সময়কাল : ২১/১২/২০১৪
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭১০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৬/০৮/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সুজয় সরকার ০৫/১১/২০১৭
    অসাধারণ নাবিক আপনি।বিশেষত 'হিসেব' বানান সংক্রান্ত আপনার উত্তর তো আপনার দূরদর্শিতারই প্রমাণ।পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি অনুসারে মনে হতে পারে যে হিসেব বানানে স হবে কিন্তু তা নয়।হিসেব বাংলা শব্দ নয় তাই বাংলা শব্দ সংক্রান্ত নিয়ম এর ক্ষেত্রে প্রযোজ্য নয়।
    • কবি,আপনার বিশ্লেষণ শক্তিকে সাধুবাদ।কিছু বানান রয়েছে যেগুলো আমি অর্ধযুগ থেকে ব্যবহার করছি আমার মতো করে।ঠিক আমার মতো করে নয় বরং বাংলাকে ঠিকভাবে ব্যবহারের চেষ্টা করছি।তারুণ্য ব্লগে মোডারেটর হিশেবে কাজ করছি নেহাত কম সময় নয়।পশ্চিমবঙ্গ থেকে প্রকাশিত অভিধান গুলো কিন্তু ভুল নয়।কারণ বাংলা সাহিত্যের বিখ্যাত লেখকগণ এইসব বানানে দন্ত্য স ব্যবহার করেছেন।যেটা লক্ষ্যণীয়।বৃহত্তর পাঠকসমাজ 'হিসেব' ও 'সাদা' বানানদ্বয় হঠাৎ 'হিশেব' ও 'শাদা' দেখলে অবাক হতেই পারে।
  • ভালো। শুভেচ্ছা।
  • সাঁঝের তারা ২৬/০৮/২০১৭
    খুব সুন্দর ...
  • সমির প্রামাণিক ২৬/০৮/২০১৭
    অপেক্ষার নাবিক- খুব সুন্দর ইচ্ছে।
    • প্রিয়,অপেক্ষার নাবিক কিন্তু দাপিয়ে বেড়ায় সমুদ্র সফেন।
  • সুশান্ত বিশ্বাস ২৬/০৮/২০১৭
    খুব ভালো | তবে হিশেব না হিসেব হবে |
    • প্রায় অর্ধযুগ ধরে হিশেব লিখে আসছি।ভুল হওয়ার তো কথা নয়।হিসাব,হিশাব,হিসেব,হিশেব সবগুলো বানান ঠিক।সাদা,শাদা বানানটাও ঠিক।আপনি বাংলা অভিধান দেখতে পারেন।আপনি বাংলা অভিধান দেখতে পারেন।এক্ষেত্রে আমি ডক্টর মুহম্মদ এনামুল হক ও শিবপ্রসন্ন লাহিড়ীর বাংলা একাডেমি কর্তৃক প্রণীত ব্যবহারিক বাংলা অভিধানকে অনুসরণ করেছি।আপনি মিলিয়ে দেখতে পারেন।এগুলো ভুল নয় বরং বহুল পরিচিত হিসেব ও সাদা অক্ষরের ব্যতিক্রম মনে হতে পারে।কবি আল মাহমুদ শাদা লিখেছেন এভাবে,কখনো সাদা লেখেন নি।তারপর আখতারুজ্জামান হিশেব লিখেছেন এভাবেই।শুভকামনা আপনার প্রতি।
 
Quantcast