অপেক্ষার নাবিক
অপেক্ষার নাবিক
-------------
তবে অপেক্ষাতে রবো আমি দেড়শত যুগ
একা একা দেখে যাবো শহরের বিবর্ণমুখ
তবু অপেক্ষার শেষ হয় যদি
সাঁতরাবো আমি আদিনিরবধি
কম্পিত চিত্তে
খেটে যাবো নিত্যে
তোমার অস্তিত্ব জুড়ে
অপেক্ষার সমুদ্দুরে।
ঘুরে বেড়াবো মেঘের মাদুরে বসে,
আসবেই তুমি, রেখেছি হিশেব কষে।
দুজনে তখন বেলাভূমের রামধনু হবো
পাখির কোলাহলের মত প্রেমের কথা কবো।
যদি না আসো তবে-
হৃদয়ে ক্ষত হবে।
হৃদমন্দিরের গড়া অবয়ব হবে চূর্ণ,
দু'ফোঁটা জলে যান্ত্রিক অনুভূতি হবে পূর্ণ।
তারপরও আমি অপেক্ষাতে থাকবো
নিরবে কাতরাবো।
অবাধ স্রোত ভেসে যাক
সাগরে গিয়ে পূর্ণতা পাক।
সারিসারি আওয়াজ তোলা কণ্ঠে জানিয়ে দিক,
আমি হবো তার চলমানতায় অপেক্ষার নাবিক।
কবিতার শিরোনাম : অপেক্ষার নাবিক // কামরুজ্জামান সাদ
কবিতা রচনার সময়কাল : ২১/১২/২০১৪
-------------
তবে অপেক্ষাতে রবো আমি দেড়শত যুগ
একা একা দেখে যাবো শহরের বিবর্ণমুখ
তবু অপেক্ষার শেষ হয় যদি
সাঁতরাবো আমি আদিনিরবধি
কম্পিত চিত্তে
খেটে যাবো নিত্যে
তোমার অস্তিত্ব জুড়ে
অপেক্ষার সমুদ্দুরে।
ঘুরে বেড়াবো মেঘের মাদুরে বসে,
আসবেই তুমি, রেখেছি হিশেব কষে।
দুজনে তখন বেলাভূমের রামধনু হবো
পাখির কোলাহলের মত প্রেমের কথা কবো।
যদি না আসো তবে-
হৃদয়ে ক্ষত হবে।
হৃদমন্দিরের গড়া অবয়ব হবে চূর্ণ,
দু'ফোঁটা জলে যান্ত্রিক অনুভূতি হবে পূর্ণ।
তারপরও আমি অপেক্ষাতে থাকবো
নিরবে কাতরাবো।
অবাধ স্রোত ভেসে যাক
সাগরে গিয়ে পূর্ণতা পাক।
সারিসারি আওয়াজ তোলা কণ্ঠে জানিয়ে দিক,
আমি হবো তার চলমানতায় অপেক্ষার নাবিক।
কবিতার শিরোনাম : অপেক্ষার নাবিক // কামরুজ্জামান সাদ
কবিতা রচনার সময়কাল : ২১/১২/২০১৪
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুজয় সরকার ০৫/১১/২০১৭অসাধারণ নাবিক আপনি।বিশেষত 'হিসেব' বানান সংক্রান্ত আপনার উত্তর তো আপনার দূরদর্শিতারই প্রমাণ।পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি অনুসারে মনে হতে পারে যে হিসেব বানানে স হবে কিন্তু তা নয়।হিসেব বাংলা শব্দ নয় তাই বাংলা শব্দ সংক্রান্ত নিয়ম এর ক্ষেত্রে প্রযোজ্য নয়।
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২৬/০৮/২০১৭ভালো। শুভেচ্ছা।
-
সাঁঝের তারা ২৬/০৮/২০১৭খুব সুন্দর ...
-
সমির প্রামাণিক ২৬/০৮/২০১৭অপেক্ষার নাবিক- খুব সুন্দর ইচ্ছে।
-
সুশান্ত বিশ্বাস ২৬/০৮/২০১৭খুব ভালো | তবে হিশেব না হিসেব হবে |