প্রেমের জালে জড়িয়ে নিলে
প্রেমের জালে জড়িয়ে নিলে
নিটোল শুভ্রতায়
দিনের শেষে হঠাৎ এসে
রাতের মুগ্ধতায়।
তোমার চোখে তাকিয়ে থেকে
হারিয়ে ফেলি খেই
তোমার মতো বাসবে সেতো
প্রেম জগতে নেই।
শেখালে তুমি প্রেমের চুমি
নিরালা এক ঘাটে
প্রেমের বীজ রোপন করে
শস্যবিহীন মাঠে।
নিটোল শুভ্রতায়
দিনের শেষে হঠাৎ এসে
রাতের মুগ্ধতায়।
তোমার চোখে তাকিয়ে থেকে
হারিয়ে ফেলি খেই
তোমার মতো বাসবে সেতো
প্রেম জগতে নেই।
শেখালে তুমি প্রেমের চুমি
নিরালা এক ঘাটে
প্রেমের বীজ রোপন করে
শস্যবিহীন মাঠে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আবু সাইদ লিপু ২১/০৮/২০১৭বীজ রোপন চলুক
-
সাঁঝের তারা ১৬/০৮/২০১৭ভাল
-
সাইয়িদ রফিকুল হক ১৬/০৮/২০১৭সুন্দর!
-
তীর্থের কাক ১৬/০৮/২০১৭সুন্দর!!!
-
মোনালিসা ১৬/০৮/২০১৭সুন্দর
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১৬/০৮/২০১৭খুব ভালো।