ঘুরে আসুন বিছনাকান্দি
আমি বরাবরই ভ্রমণপ্রিয় মানুষ।ভ্রমণের ব্যাপারে কেউ যদি জিজ্ঞাসা করে ,যাবি তো?আমি তাকে বলি,আমরা থাকছি কয়দিন ওখানে তাই বলো।একবার হলো কি,কোর্টচাঁদপুর থেকে ঈশ্বরদী যাবো বলে ঠিক করলাম অথচ আরফান টিকিট নিয়ে আসলো রাজশাহীর।সে যাত্রায় কিছু টাকা গচ্চা গেছে কিন্তু যা দেখলাম তাতে কম হওয়ার সম্ভাবনা নেই।বরেন্দ্র জাদুঘর,রাবির বধ্যভূমি সবই তো দেখলাম।তো এবার যেতে হলো সিলেটের বিছনাকান্দি।মনোরোম পরিবেশ।প্রকৃতি নিজেকে ঢেলে সাজিয়েছে।পুরো এলাকা পাথর বিছানো।এখনো এই অঞ্চল থেকে পাথর উত্তেলন শুরু হয়নি তাই রক্ষে! পাথরের উপরে পা ভিজিয়ে হাটার মজাটাই অন্যরকম।তবে সাবধান বেশি হাটতে যাবেন না এটা কিন্তু সীমান্তবর্তী এলাকা।
যাতায়াত ব্যবস্থা তেমন সুবিধা না হলেও বিনোদনে কিন্তু কম যায়না।সিলেট শহর থেকে অটোতে করে যাওয়াটাই ভাল পদ্ধতি।আমাদের অবস্থা নাজেহাল হয়েছিলো কিন্তু জায়গাটা আমাদের ক্লান্তি ভুলিয়ে দিয়েছিলো।তাহলে আপনি ঘুরে আসুন বিছনাকান্দি থেকে সঙ্গে বন্ধুদের নিতে ভুলবেন না যেন।আর একটা কথা বর্ষা মৌসুমে না যাওয়াই ভালো।
বন্ধুরা এমন একটা জায়গায় নিয়ে যাওয়াতে ধন্যবাদটা তারাই প্রাপ্য।
যাতায়াত ব্যবস্থা তেমন সুবিধা না হলেও বিনোদনে কিন্তু কম যায়না।সিলেট শহর থেকে অটোতে করে যাওয়াটাই ভাল পদ্ধতি।আমাদের অবস্থা নাজেহাল হয়েছিলো কিন্তু জায়গাটা আমাদের ক্লান্তি ভুলিয়ে দিয়েছিলো।তাহলে আপনি ঘুরে আসুন বিছনাকান্দি থেকে সঙ্গে বন্ধুদের নিতে ভুলবেন না যেন।আর একটা কথা বর্ষা মৌসুমে না যাওয়াই ভালো।
বন্ধুরা এমন একটা জায়গায় নিয়ে যাওয়াতে ধন্যবাদটা তারাই প্রাপ্য।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অনির্বাণ সূর্যকান্ত ২৪/০৮/২০১৭সেই ২০১৪ সাল থেকে যাবো যাবো করে যাওয়া হচ্ছে না।
-
তীর্থের কাক ১৬/০৮/২০১৭ভাল লিখলেন