বিশ্বজিৎ দাস
শত শত মানুষ
আইন রক্ষা বাহিনীর সদস্য
সাংবাদিকের ক্যামেরার সামনে
শীর্ণকায় এক যুবক দৌড়ে চলছে
প্রাণভয়ে,আতঙ্কে।
বছর পঁচিশের এক যুবক।
বারো সালের নয় ডিসেম্বর,
ঠিক সকাল নয়টায়
এভাবেই ছুটছে হায়েনার আগে
শিকার হয়ে।
জগন্নাথের ছাত্রলীগ সভাপতি ইউনুসের
লেলিয়ে দেওয়া বাহিনীর শিকার।
কিল ঘুষি লাথিতে শুরু
হায়েনারা যুবতি যোনি ভেবে তার শরীরে ঢুকিয়ে দিলো রড
চরকৈলাশের নাহিদ এভাবেই রড ঢুকাচ্ছে তার ক্লান্ত শরীরে
পটুয়াখালীর শাকিল চাপাতি হাতে যেনো সুশীলের শিশ্ন কাটতে ব্যস্ত।
চিৎকার যেনো আনন্দের শিৎকার।
আট দশ জনের মৃত্যুকামী দলটা অবশেষে
সফল।
মিডফোর্ডের বেডে মৃত্যুকে আলিঙ্গন।
ছেলেটার নাম যখন বিশ্বজিৎ দাস
তখন মালাউন গালিটা তো দিতেই হয়।
না হলে কি নপুংসকের পেটের ভাত হজম হয়!
কল্পনারাণীর কল্পনায় কি এমৃত্যুর ছবি দেখা দেয়নি?
বিশ্বজিৎ তার ছেলে তো!
আইন রক্ষা বাহিনীর সদস্য
সাংবাদিকের ক্যামেরার সামনে
শীর্ণকায় এক যুবক দৌড়ে চলছে
প্রাণভয়ে,আতঙ্কে।
বছর পঁচিশের এক যুবক।
বারো সালের নয় ডিসেম্বর,
ঠিক সকাল নয়টায়
এভাবেই ছুটছে হায়েনার আগে
শিকার হয়ে।
জগন্নাথের ছাত্রলীগ সভাপতি ইউনুসের
লেলিয়ে দেওয়া বাহিনীর শিকার।
কিল ঘুষি লাথিতে শুরু
হায়েনারা যুবতি যোনি ভেবে তার শরীরে ঢুকিয়ে দিলো রড
চরকৈলাশের নাহিদ এভাবেই রড ঢুকাচ্ছে তার ক্লান্ত শরীরে
পটুয়াখালীর শাকিল চাপাতি হাতে যেনো সুশীলের শিশ্ন কাটতে ব্যস্ত।
চিৎকার যেনো আনন্দের শিৎকার।
আট দশ জনের মৃত্যুকামী দলটা অবশেষে
সফল।
মিডফোর্ডের বেডে মৃত্যুকে আলিঙ্গন।
ছেলেটার নাম যখন বিশ্বজিৎ দাস
তখন মালাউন গালিটা তো দিতেই হয়।
না হলে কি নপুংসকের পেটের ভাত হজম হয়!
কল্পনারাণীর কল্পনায় কি এমৃত্যুর ছবি দেখা দেয়নি?
বিশ্বজিৎ তার ছেলে তো!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আবু সাইদ লিপু ০৯/০৮/২০১৭আহারে!
-
সাঁঝের তারা ০৭/০৮/২০১৭অনবদ্য বর্ণনা...
-
দেবাশীষ দিপন ০৭/০৮/২০১৭চরম বাস্তবতা!