তারুণ্য
কলম আমার লিখবো আমি
লিখবো ন্যায়ের কথা
তারুণ্য দেবে শক্তি সাহস
মনের স্বাধীনতা ।
বয়স আমার সংখ্যায় বাড়ে
মনে তারুণ্যের বিশ্বাস
মুক্ত মনে দেখতে থাকি
নতুন প্রাণের উচ্ছ্বাস ।
বিঘ্নবাধা পেরিয়ে তবে
করবো জীবন জয়
তারুণ্য যদি সঙ্গে থাকে
কিসের আবার ভয় !
লিখবো ন্যায়ের কথা
তারুণ্য দেবে শক্তি সাহস
মনের স্বাধীনতা ।
বয়স আমার সংখ্যায় বাড়ে
মনে তারুণ্যের বিশ্বাস
মুক্ত মনে দেখতে থাকি
নতুন প্রাণের উচ্ছ্বাস ।
বিঘ্নবাধা পেরিয়ে তবে
করবো জীবন জয়
তারুণ্য যদি সঙ্গে থাকে
কিসের আবার ভয় !
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
তীর্থের কাক ১৭/০৮/২০১৭সুন্দর লেখনী!!!
-
অর্ক রায়হান ০৫/০৮/২০১৭চমৎকার!
-
সাইয়িদ রফিকুল হক ০৫/০৮/২০১৭বেশ! বেশ!
-
আ'বিরু সাবীল ০৫/০৮/২০১৭অনবদ্য! শুভকামনা কবি।
-
আমি সেই প্রতিবাদী নারী ০৫/০৮/২০১৭তারুণ্য'তে আছি মোরা থাকব জীবনভর,
তারুণ্য হল মোদের প্রেরণার বাতিঘর। -
সাঁঝের তারা ০৫/০৮/২০১৭মুগ্ধ সুন্দর ...