পাগলের কথা চুপচাপ শুনে যেতে হয়
চলো আমরা বুড়োবুড়িতে রূপ নেই-
তোমার মাথার চুলগুলো শুভ্রতায় ছেয়ে গেছে
চোয়াল ঝুলে গেছে
একটা লাঠি সঙ্গে না থাকলে হাটতে
পারো না
একটু কুঁজো হয়ে হাটো
আর আমি?
বরফ সাদা চুল নিয়ে
হুইল চেয়ারে বসে থাকি।
বাড়ির সামনে যে জলপাই গাছটা আছে
তারদিকে তাকিয়ে থাকি।
পাখিদের যাওয়া আসা দেখি।
বুকসাদা মুনিয়া পাখিটার একটা বাচ্চা আছে
ওর নাম চিকচিক।
সারাদিন চিকচিক করে ডাকে।অদ্ভুতভাবে ডাকে।
তুমি কিন্তু এখনকার মতোই মেকাপ করবে
বুড়ি হয়ে গেলে মেকাপ করতে নেই এই তত্ত্ব
তোমার বেলায় চলবে না।
ভারি মেকাপ।
তুমি যেনো না করো না।
সাদা চুলের একজন মেকাপ করে বসে আছে।
ভাবো তো?
তখনও আইসক্রিম খেতে চাইবে।
আমি হুইল চেয়ার নিয়ে আইসক্রিম আনতে যেতে চাইবো না।
তুমি অভিমানে গাল ফুলাবে।
গালে আবীর রঙ থাকবে।থাকবে তো?
এই তুমি চুপ রয়েছো কেনো?
চুপ থাকবোই তো।
পাগলের কথা চুপচাপ শুনে যেতে হয়।
তোমার মাথার চুলগুলো শুভ্রতায় ছেয়ে গেছে
চোয়াল ঝুলে গেছে
একটা লাঠি সঙ্গে না থাকলে হাটতে
পারো না
একটু কুঁজো হয়ে হাটো
আর আমি?
বরফ সাদা চুল নিয়ে
হুইল চেয়ারে বসে থাকি।
বাড়ির সামনে যে জলপাই গাছটা আছে
তারদিকে তাকিয়ে থাকি।
পাখিদের যাওয়া আসা দেখি।
বুকসাদা মুনিয়া পাখিটার একটা বাচ্চা আছে
ওর নাম চিকচিক।
সারাদিন চিকচিক করে ডাকে।অদ্ভুতভাবে ডাকে।
তুমি কিন্তু এখনকার মতোই মেকাপ করবে
বুড়ি হয়ে গেলে মেকাপ করতে নেই এই তত্ত্ব
তোমার বেলায় চলবে না।
ভারি মেকাপ।
তুমি যেনো না করো না।
সাদা চুলের একজন মেকাপ করে বসে আছে।
ভাবো তো?
তখনও আইসক্রিম খেতে চাইবে।
আমি হুইল চেয়ার নিয়ে আইসক্রিম আনতে যেতে চাইবো না।
তুমি অভিমানে গাল ফুলাবে।
গালে আবীর রঙ থাকবে।থাকবে তো?
এই তুমি চুপ রয়েছো কেনো?
চুপ থাকবোই তো।
পাগলের কথা চুপচাপ শুনে যেতে হয়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইফ রুদাদ ০১/০৮/২০১৭পবিত্র প্রেম
-
মোনালিসা ০১/০৮/২০১৭দারুন
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০১/০৮/২০১৭সু ন্দ র।