স্বপ্ন তোমায় ছুটি দেবো
কখনো স্বপ্নগুলোকে ছুটি দেওয়া হয়নি
আজ তবে দিলাম ছুটি
ঘুরে আসুক পাহাড়ের দেশ থেকে
যেখানে পাহাড়ি রাস্তার দু'ধারে
পাইন গাছ আছে
ঝর্ণা দিয়ে অবিরাম জল পড়তে থাকে
পাখির কলরবে মুখরিত হয় চারদিক।
স্বপ্নগুলো বড্ড ক্লান্ত হয়ে গেছে
ক্লান্তি নিবারণে একটু বিশ্রাম নিক
তারপর আবার চলতে থাকুক।
আঁকাবাঁকা সরু রাস্তায়
আওয়াজ না করে
সতর্কভাবে।
স্বপ্ন ছুটি কাটাতে পছন্দ করে তো?
যদি না করে তবে তার কাজ
সে করে যাক নিবিড়ভাবে-
সরু পাড় দেওয়া মেরুন রঙের শাড়ি
পরিহিতা তরুণীর কথা ভাবুক।
দীর্ঘ দেহ
শ্যাম বর্ণ
টানা টানা খয়েরি রঙের চোখ
বুনো লতার মতো মাথায় ছড়ানো চুল
স্নিগ্ধ হাসি।
স্বপ্ন তাকে নিয়ে ভাবুক।
সে চলে নদীর মতোই কলকলিয়ে
তার কণ্ঠে কেউ কখনো শোকাহত
হয়না, হতে পারে না।
স্বপ্ন আমার কণ্ঠরোধ করে দেয়
তরুণীর কথা ভেবে।
সে অচেনা থেকে যাবে নাকি আমার হবে?
স্বপ্ন তোমাকে এইবার ছুটি
দিয়েই দেবো যদি-
অচেনাকে তবে এনে দাও।
নতুবা থেকে যাও অভাগার সাথে।
আজ তবে দিলাম ছুটি
ঘুরে আসুক পাহাড়ের দেশ থেকে
যেখানে পাহাড়ি রাস্তার দু'ধারে
পাইন গাছ আছে
ঝর্ণা দিয়ে অবিরাম জল পড়তে থাকে
পাখির কলরবে মুখরিত হয় চারদিক।
স্বপ্নগুলো বড্ড ক্লান্ত হয়ে গেছে
ক্লান্তি নিবারণে একটু বিশ্রাম নিক
তারপর আবার চলতে থাকুক।
আঁকাবাঁকা সরু রাস্তায়
আওয়াজ না করে
সতর্কভাবে।
স্বপ্ন ছুটি কাটাতে পছন্দ করে তো?
যদি না করে তবে তার কাজ
সে করে যাক নিবিড়ভাবে-
সরু পাড় দেওয়া মেরুন রঙের শাড়ি
পরিহিতা তরুণীর কথা ভাবুক।
দীর্ঘ দেহ
শ্যাম বর্ণ
টানা টানা খয়েরি রঙের চোখ
বুনো লতার মতো মাথায় ছড়ানো চুল
স্নিগ্ধ হাসি।
স্বপ্ন তাকে নিয়ে ভাবুক।
সে চলে নদীর মতোই কলকলিয়ে
তার কণ্ঠে কেউ কখনো শোকাহত
হয়না, হতে পারে না।
স্বপ্ন আমার কণ্ঠরোধ করে দেয়
তরুণীর কথা ভেবে।
সে অচেনা থেকে যাবে নাকি আমার হবে?
স্বপ্ন তোমাকে এইবার ছুটি
দিয়েই দেবো যদি-
অচেনাকে তবে এনে দাও।
নতুবা থেকে যাও অভাগার সাথে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঁঝের তারা ৩১/০৭/২০১৭স্বপ্নের ছুটি - অপূর্ব ভাবনা! সুন্দর ...
-
আমি-তারেক ৩০/০৭/২০১৭khub valo...
-
পারভেজ এ রহমান ৩০/০৭/২০১৭অসাধারণ
-
নাবিক ৩০/০৭/২০১৭কবিতা পড়ে মুগ্ধ আমি 💚
-
আ'বিরু সাবীল ৩০/০৭/২০১৭ভালো লাগলো। শুভকামনা।