স্বপ্ন দেখি
স্বপ্ন দেখি চুপটি করে
কল্পদেশে ছুটতে
জলের মত কলকলিয়ে
নদীর মতো চলতে।
স্বপ্ন দেখি ডানা মেলে
পাখির মতো ভাসতে
মনে আঁকা ফুল বাগিচায়
গোলাপ হয়ে ফুটতে।
স্বপ্ন দেখি ভ্রমর হয়ে
ফুলে ফুলে উড়তে
মেঘ হয়ে উড়ে চলি
বিশ্ব জুড়ে ঘুরতে।
স্বপ্ন দেখি রাজা হয়ে
দেশ শাসন করতে
প্রজা হয়ে মনের সকল
আশার কথা বলতে।
কল্পদেশে ছুটতে
জলের মত কলকলিয়ে
নদীর মতো চলতে।
স্বপ্ন দেখি ডানা মেলে
পাখির মতো ভাসতে
মনে আঁকা ফুল বাগিচায়
গোলাপ হয়ে ফুটতে।
স্বপ্ন দেখি ভ্রমর হয়ে
ফুলে ফুলে উড়তে
মেঘ হয়ে উড়ে চলি
বিশ্ব জুড়ে ঘুরতে।
স্বপ্ন দেখি রাজা হয়ে
দেশ শাসন করতে
প্রজা হয়ে মনের সকল
আশার কথা বলতে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২৯/০৭/২০১৭অ ন ব দ্য।
-
অর্ক রায়হান ২৯/০৭/২০১৭দারুণ !
-
আ'বিরু সাবীল ২৯/০৭/২০১৭একসময় আমি ও স্বপ্ন দেখতাম। লাল, নীল, হলুদ, হরেক রকম স্বপ্ন। কিন্তু এখন আর দেখিনা। দেখতে চাইনা। এ্যানিওয়ে! কবিতাটি ভালো লাগলো। শুভকামনা।
-
সাঁঝের তারা ২৯/০৭/২০১৭খুব সুন্দর...