অমর প্রেম
চলো নতুন করে স্বপ্ন দেখি
শুরু করি শূণ্যে
জীবিকার সন্ধানে নয়
বরং জীবনের জন্যে।
যে প্রেম সুখে ধরা না দিয়ে
দুঃখের আলোতে ধরা দিয়েছে।
যে প্রেম বসন্ত চিনতে ভুলে গিয়ে
কাটফাটা রোদের সন্ধান পেয়েছে।
যে প্রেমে আফ্রোডাইটের আশীর্বাদ
থাকে না,থাকে ব্যর্থতার আর্তনাদ।
বিধ্বংসী শেষ থেকেই শুরু যে প্রেমের
অমর করি সে প্রেমকে জানিয়ে বিশ্বের।
ক্লান্তিকে আজ করো ক্ষুণ্ণ
অনিশ্চিত প্রেম হবে ধন্য।
দীপ্তশিখা জালিয়ে আঁধারে
পেরিয়ে যাও সব বাঁধারে।
শুরু করি শূণ্যে
জীবিকার সন্ধানে নয়
বরং জীবনের জন্যে।
যে প্রেম সুখে ধরা না দিয়ে
দুঃখের আলোতে ধরা দিয়েছে।
যে প্রেম বসন্ত চিনতে ভুলে গিয়ে
কাটফাটা রোদের সন্ধান পেয়েছে।
যে প্রেমে আফ্রোডাইটের আশীর্বাদ
থাকে না,থাকে ব্যর্থতার আর্তনাদ।
বিধ্বংসী শেষ থেকেই শুরু যে প্রেমের
অমর করি সে প্রেমকে জানিয়ে বিশ্বের।
ক্লান্তিকে আজ করো ক্ষুণ্ণ
অনিশ্চিত প্রেম হবে ধন্য।
দীপ্তশিখা জালিয়ে আঁধারে
পেরিয়ে যাও সব বাঁধারে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Abdullah Al Mamun ৩০/০৭/২০১৭Onek valo
-
সাইফ রুদাদ ৩০/০৭/২০১৭দীপশিখা জ্বালিয়ে আঁধারে, পেরিয়ে যাও সকল বাঁধারে
-
সাঁঝের তারা ২৯/০৭/২০১৭খুব সুন্দর! প্রেমের জয় হোক কবি ...