অন্ধপ্রেমিকের বিরহের কবিতা
একটা কবিতা শোনো
এমন কবিতা কেউ কখনো শোনেনি।
অভিমান,কান্না,গর্বহাসি কোন কিছুই বাদ যায়নি যে কবিতা থেকে।
তোমাকে যে কবিতা শুনাবো তাতে মৃত্যুর কথা আছে।
মৃত্যুর কথা কবিতায় আনা বড়ই অন্যায় কাজ।
তবে ভয় নেই
কোন সাদামাটা প্রেমের কবিতা তোমাকে শোনাবো না।
আগুনে পোড়া প্রেম সুখ বোঝে না
মুক্তির আনন্দে উড়ে বেড়ায় এঘর থেকে ওঘরে
ক্লান্তি গ্রাস করতে পারেনা
জাত বদল যুগ বদলের কথা থাকে সে কবিতায়
এবার তবে কবিতাটি শোনাতে বারণ করো না।
কবিতাটিতে ম্লানতা আসে না,
ভাঙা চাঁদটাতে কবিতা থাকে
জাগরণের কবিতা।
স্বপ্নময় জীবনের কবিতা।
তোমাকে যে কবিতাটি বলছি
সেটা আমাকে এক অন্ধপ্রেমিক শুনিয়েছিলো
ভালবাসায় অন্ধপ্রেমিক কবি।
খুব সুন্দর আবৃত্তি করতো
প্রেয়সীকে শুনাতো।
যেভাবে আমি তোমাকে শুনাচ্ছি।
প্রেয়সী এ কবিতা তোমার জন্যই।
মৃত্যুহীন প্রেমের কবিতা।
একান্ত মনোযোগে গোলাপের পাপড়িগুলো
গুণে এই কবিতার অস্তিত্ব টের পাবে।
এর আগে এমন কবিতা কেউ কখনো শোনেনি।
দুঃসাহসী নাবিক অজস্র মৃত্যুকে দূরে ঠেলে
দেয়
তবে অস্বীকার করেনা এই কলধ্বনি।
খুবই সংগোপনে মৃদুকণ্ঠে এই মৃত্যুঞ্জয়ী কবিতাটি তোমাকে শুনিয়ে গেলাম।
চিরন্তনী কবিতা।অন্ধপ্রেমিকের বিরহের কবিতা।
এমন কবিতা কেউ কখনো শোনেনি।
অভিমান,কান্না,গর্বহাসি কোন কিছুই বাদ যায়নি যে কবিতা থেকে।
তোমাকে যে কবিতা শুনাবো তাতে মৃত্যুর কথা আছে।
মৃত্যুর কথা কবিতায় আনা বড়ই অন্যায় কাজ।
তবে ভয় নেই
কোন সাদামাটা প্রেমের কবিতা তোমাকে শোনাবো না।
আগুনে পোড়া প্রেম সুখ বোঝে না
মুক্তির আনন্দে উড়ে বেড়ায় এঘর থেকে ওঘরে
ক্লান্তি গ্রাস করতে পারেনা
জাত বদল যুগ বদলের কথা থাকে সে কবিতায়
এবার তবে কবিতাটি শোনাতে বারণ করো না।
কবিতাটিতে ম্লানতা আসে না,
ভাঙা চাঁদটাতে কবিতা থাকে
জাগরণের কবিতা।
স্বপ্নময় জীবনের কবিতা।
তোমাকে যে কবিতাটি বলছি
সেটা আমাকে এক অন্ধপ্রেমিক শুনিয়েছিলো
ভালবাসায় অন্ধপ্রেমিক কবি।
খুব সুন্দর আবৃত্তি করতো
প্রেয়সীকে শুনাতো।
যেভাবে আমি তোমাকে শুনাচ্ছি।
প্রেয়সী এ কবিতা তোমার জন্যই।
মৃত্যুহীন প্রেমের কবিতা।
একান্ত মনোযোগে গোলাপের পাপড়িগুলো
গুণে এই কবিতার অস্তিত্ব টের পাবে।
এর আগে এমন কবিতা কেউ কখনো শোনেনি।
দুঃসাহসী নাবিক অজস্র মৃত্যুকে দূরে ঠেলে
দেয়
তবে অস্বীকার করেনা এই কলধ্বনি।
খুবই সংগোপনে মৃদুকণ্ঠে এই মৃত্যুঞ্জয়ী কবিতাটি তোমাকে শুনিয়ে গেলাম।
চিরন্তনী কবিতা।অন্ধপ্রেমিকের বিরহের কবিতা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঁঝের তারা ২৯/০৭/২০১৭খুব সুন্দর ...
-
সাইয়িদ রফিকুল হক ২৮/০৭/২০১৭অন্যরকম আনন্দ পেলাম।
-
মোনালিসা ২৮/০৭/২০১৭
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২৮/০৭/২০১৭ভালো কবিতা।