www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ভালবাসার প্রকাশ

রাতের মেঘে যে বৃষ্টি হয়েছিলো তাতে
আকাশটাকে খুব করে মেজে দিয়েছে।
ঝকঝকে তকতকে।
আমার সামনে যে মানবী আছে তারচেয়ে
সুন্দর এই আকাশ নয়।
বৃষ্টির জলে গাছের পাতাকে ধুয়ে দিয়েছে বেশ।
সজীবতা ছড়িয়ে পড়েছে চারদিকে
স্পষ্ট করে প্রকাশ পাচ্ছে পাহাড়ের গাছগুলো।
দখিনে বাতাস বইছে হু হু করে।
বাতাসে প্রেয়সীর মাথার চুলগুলো
মুখটাকে ঢেকে দিচ্ছে।
তার ওড়নাতে ঢেকে যাচ্ছে আমার মুখ।
আমার ঢিলেশার্ট ফুলে উঠছে।
তার কোমল হাত আমার কালো হাতে চেপে ধরা
এই দৃশ্যটা যেন কত জনমের চেনা।
এমন পরিবেশে একটু আলিঙ্গন করব কি তাকে?
চোখে চোখে কথা হলে দোষ তো নেই
বাহুবন্ধনে আবদ্ধ করে উষ্ণতা খুজে ফেরাটা
বরং ভালবাসার প্রকাশ।
এই মুহুর্তে আরেক পশলা বৃষ্টি হলে
ভালোই হতো।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৮৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৭/০৭/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • Abdullah Al Mamun ২৮/০৭/২০১৭
    Onek valor
  • সাঁঝের তারা ২৭/০৭/২০১৭
    অপূর্ব ভালোবাসা - আবার তবে বৃষ্টি হোক এক পশলা ...
  • ‌‍ধ্রুবক ২৭/০৭/২০১৭
    ভালো।
  • ন্যান্সি দেওয়ান ২৭/০৭/২০১৭
    lovely...
    • ধন্যবাদ লেখিকা।শুভেচ্ছা রইল।
      • ন্যান্সি দেওয়ান ২৭/০৭/২০১৭
        Welcome and I like your poem.
        • কবি মন আজ আগুনে জ্বলছে,সেই আগুনের ভিতর দিয়ে আমার পুরোনো সব লেখা পড়ে নিচ্ছি,কত অল্পই টিকল।দিনশেষে বুঝতে পারলাম,আমি আপনার লেখার খুব ভালমানের পাঠক।শূণ্যের উপর ঘুষি উঁচিয়ে সর্বোচ্চ নিজের হাতে টান লাগে কাউকে আঘাত করা যায় না।আমি বলি কি আপনার লেখাগুলোও খুব ভাল।শুভেচ্ছা ও অভিনন্দন।
  • অর্ক রায়হান ২৭/০৭/২০১৭
    সুন্দর।
  • বেশ রোম্যান্টিক।
    • সম্মানিত হক সাহেব,
      মন্তব্যটি করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

      "তীব্র আকস্মিক
      মৃদুকণ্ঠে নয় বরং ছিন্ন করে দিক
      জলের মতো স্ফটিক
      মাঝে মাঝে কবিও হয় রোম্যান্টিক।
      "
  • খুব ভালো।
  • Abdullah Al Mamun ২৭/০৭/২০১৭
    Nice
 
Quantcast