ভালবাসার প্রকাশ
রাতের মেঘে যে বৃষ্টি হয়েছিলো তাতে
আকাশটাকে খুব করে মেজে দিয়েছে।
ঝকঝকে তকতকে।
আমার সামনে যে মানবী আছে তারচেয়ে
সুন্দর এই আকাশ নয়।
বৃষ্টির জলে গাছের পাতাকে ধুয়ে দিয়েছে বেশ।
সজীবতা ছড়িয়ে পড়েছে চারদিকে
স্পষ্ট করে প্রকাশ পাচ্ছে পাহাড়ের গাছগুলো।
দখিনে বাতাস বইছে হু হু করে।
বাতাসে প্রেয়সীর মাথার চুলগুলো
মুখটাকে ঢেকে দিচ্ছে।
তার ওড়নাতে ঢেকে যাচ্ছে আমার মুখ।
আমার ঢিলেশার্ট ফুলে উঠছে।
তার কোমল হাত আমার কালো হাতে চেপে ধরা
এই দৃশ্যটা যেন কত জনমের চেনা।
এমন পরিবেশে একটু আলিঙ্গন করব কি তাকে?
চোখে চোখে কথা হলে দোষ তো নেই
বাহুবন্ধনে আবদ্ধ করে উষ্ণতা খুজে ফেরাটা
বরং ভালবাসার প্রকাশ।
এই মুহুর্তে আরেক পশলা বৃষ্টি হলে
ভালোই হতো।
আকাশটাকে খুব করে মেজে দিয়েছে।
ঝকঝকে তকতকে।
আমার সামনে যে মানবী আছে তারচেয়ে
সুন্দর এই আকাশ নয়।
বৃষ্টির জলে গাছের পাতাকে ধুয়ে দিয়েছে বেশ।
সজীবতা ছড়িয়ে পড়েছে চারদিকে
স্পষ্ট করে প্রকাশ পাচ্ছে পাহাড়ের গাছগুলো।
দখিনে বাতাস বইছে হু হু করে।
বাতাসে প্রেয়সীর মাথার চুলগুলো
মুখটাকে ঢেকে দিচ্ছে।
তার ওড়নাতে ঢেকে যাচ্ছে আমার মুখ।
আমার ঢিলেশার্ট ফুলে উঠছে।
তার কোমল হাত আমার কালো হাতে চেপে ধরা
এই দৃশ্যটা যেন কত জনমের চেনা।
এমন পরিবেশে একটু আলিঙ্গন করব কি তাকে?
চোখে চোখে কথা হলে দোষ তো নেই
বাহুবন্ধনে আবদ্ধ করে উষ্ণতা খুজে ফেরাটা
বরং ভালবাসার প্রকাশ।
এই মুহুর্তে আরেক পশলা বৃষ্টি হলে
ভালোই হতো।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Abdullah Al Mamun ২৮/০৭/২০১৭Onek valor
-
সাঁঝের তারা ২৭/০৭/২০১৭অপূর্ব ভালোবাসা - আবার তবে বৃষ্টি হোক এক পশলা ...
-
ধ্রুবক ২৭/০৭/২০১৭ভালো।
-
ন্যান্সি দেওয়ান ২৭/০৭/২০১৭lovely...
-
অর্ক রায়হান ২৭/০৭/২০১৭সুন্দর।
-
সাইয়িদ রফিকুল হক ২৭/০৭/২০১৭বেশ রোম্যান্টিক।
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২৭/০৭/২০১৭খুব ভালো।
-
Abdullah Al Mamun ২৭/০৭/২০১৭Nice