শ্রাবণের ছোঁয়া
আষাঢ় শেষে শ্রাবণ আসে
অপরূপ এই দেশে
কদম ফুটে গাছের ডালে
একটুখানি হেসে।
শ্রাবণের মিষ্টি ছোঁয়ায়
মনে লাগে দোলা
বাদলা হাওয়ায় মিশে গিয়ে
মন হয় উতলা।
রিমঝিম ঝিম বৃষ্টি এসে
প্রকৃতিতে দেয় চুম
মায়ের কোলে দোলনা দুলে
খুকুর চোখে ঘুম।
অলস শ্রাবণ ধরলো তুলি
আঁকতে খুকুর ছবি
তাইনা দেখে কাব্য লেখে
প্রকৃতির এক কবি।
বৃষ্টি ঝরে সারাবেলা
পাড়ায় মাঠে বনে
দস্যি শ্রাবণ দিচ্ছে হানা
আনন্দিত মনে।
কবিতার শিরোনাম : শ্রাবণের ছোঁয়া //কামরুজ্জামান সাদ
মহেশপুর,ঝিনাইদহ
অপরূপ এই দেশে
কদম ফুটে গাছের ডালে
একটুখানি হেসে।
শ্রাবণের মিষ্টি ছোঁয়ায়
মনে লাগে দোলা
বাদলা হাওয়ায় মিশে গিয়ে
মন হয় উতলা।
রিমঝিম ঝিম বৃষ্টি এসে
প্রকৃতিতে দেয় চুম
মায়ের কোলে দোলনা দুলে
খুকুর চোখে ঘুম।
অলস শ্রাবণ ধরলো তুলি
আঁকতে খুকুর ছবি
তাইনা দেখে কাব্য লেখে
প্রকৃতির এক কবি।
বৃষ্টি ঝরে সারাবেলা
পাড়ায় মাঠে বনে
দস্যি শ্রাবণ দিচ্ছে হানা
আনন্দিত মনে।
কবিতার শিরোনাম : শ্রাবণের ছোঁয়া //কামরুজ্জামান সাদ
মহেশপুর,ঝিনাইদহ
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৬/১২/২০২৩চমৎকার
-
সাঁঝের তারা ২৫/০৭/২০১৭চমৎকার বর্ণনা। শুভেচ্ছা কবি ...
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২৫/০৭/২০১৭অ ন ব দ্য।
-
সাইয়িদ রফিকুল হক ২৫/০৭/২০১৭বাঃ, প্রকৃতির চমৎকার রূপ।