মানুষ বাঁচে কর্মে
"এই ছেলে করিস কি!
আস্তে রাখনা
বেশি জোড়ে ফেললে
খুলে যাবে ঢাকনা।
"
"স্যরি স্যার, বুঝি নাই
এতো ভারি বোঝা
ছোট মানষের নেওয়া
এতোই কি সোজা!
ট্যাকা কিছু বেশি দিয়েন
বোঝাটা খুব ভারি
এইবেলায় খাইনি তবে
আমি অনাহারি।
"
"পায়ে ভীষণ ব্যাথা ছিল
সুযোগ নিয়ে ধরলে
চামচিকায়ও লাথি মারে
হাতি কাদায় পড়লে।
এই নে পাঁচ টাকা
ভাগ তবে এবার
বাহানা করিস না
টাকা বাড়িয়ে নেবার।
"
"আপনে তো সাহেব মানুষ
দিলে বেশি কি!
ন্যায্য টাকা চাইছি আমি
নয়তো চালাকি।
"
"মুখে মুখে কথা বলিস
দেবো কষে চড়
যা দিয়েছি এইতো বেশি
দূরে গিয়ে মর!
"
"কুলির টাকা না দিয়ে
বেশ করেছেন আজ
মাথায় যখন চাপান বোঝা
লাগে না কি লাজ!
যাচ্ছি তবে শুনুন এবার
বোধে এবং মর্মে
বাঁচে মানুষ বয়সে নয়
বাঁচে নিজের কর্মে।"
কবিতার শিরোনাম : মানুষ বাঁচে কর্মে
- কামরুজ্জামান সাদ
মহেশপুর,ঝিনাইদহ।
আস্তে রাখনা
বেশি জোড়ে ফেললে
খুলে যাবে ঢাকনা।
"
"স্যরি স্যার, বুঝি নাই
এতো ভারি বোঝা
ছোট মানষের নেওয়া
এতোই কি সোজা!
ট্যাকা কিছু বেশি দিয়েন
বোঝাটা খুব ভারি
এইবেলায় খাইনি তবে
আমি অনাহারি।
"
"পায়ে ভীষণ ব্যাথা ছিল
সুযোগ নিয়ে ধরলে
চামচিকায়ও লাথি মারে
হাতি কাদায় পড়লে।
এই নে পাঁচ টাকা
ভাগ তবে এবার
বাহানা করিস না
টাকা বাড়িয়ে নেবার।
"
"আপনে তো সাহেব মানুষ
দিলে বেশি কি!
ন্যায্য টাকা চাইছি আমি
নয়তো চালাকি।
"
"মুখে মুখে কথা বলিস
দেবো কষে চড়
যা দিয়েছি এইতো বেশি
দূরে গিয়ে মর!
"
"কুলির টাকা না দিয়ে
বেশ করেছেন আজ
মাথায় যখন চাপান বোঝা
লাগে না কি লাজ!
যাচ্ছি তবে শুনুন এবার
বোধে এবং মর্মে
বাঁচে মানুষ বয়সে নয়
বাঁচে নিজের কর্মে।"
কবিতার শিরোনাম : মানুষ বাঁচে কর্মে
- কামরুজ্জামান সাদ
মহেশপুর,ঝিনাইদহ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Abdullah Al Mamun ২৭/০৭/২০১৭Khub Sundor
-
ধ্রুবক ২৬/০৭/২০১৭ভালো লেখাটি।
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২৬/০৭/২০১৭বাস্তব।