অস্ত্র আবার ধরো
চারদিকে দেখি হিংস্রালয়ে নিরীহের স্তুপ,
নিরীহেরা সব মরছে,বিপ্লবীরা আছে চুপ।
গৃহকোণে বসে আছে সুশীল,আধমরার দল,
দেশের কথা ভেবে ফেলছে চোখের জল।
কাঁদার সুখে হিংস্রালয়ে সবকিছুযে বারণ
রাত্রিদিন করছে সবে দুঃখের আলাপন।
টগবগিয়ে হাসছে খুন আর রুদ্ধ হচ্ছে প্রাণ,
থামাতে কেউ চায়না আজ হিংস্রদের গান।
শহিদের পুণ্যভূমি বিশকোটি তার ফুল,
বগ্লাহারা হায়েনারা কেনো তবে খুনে মশগুল?
আমার দেশের মধুর মাটি হিংস্রদের বাস,
দিবে কে আজ জীবনের একফোঁটা আশ্বাস?
দামাল ছেলে সোনার ছেলে এখন তবে লড়ো,
দেশ বাঁচাতে দেশের তরে অস্ত্র আবার ধরো।
নিরীহেরা সব মরছে,বিপ্লবীরা আছে চুপ।
গৃহকোণে বসে আছে সুশীল,আধমরার দল,
দেশের কথা ভেবে ফেলছে চোখের জল।
কাঁদার সুখে হিংস্রালয়ে সবকিছুযে বারণ
রাত্রিদিন করছে সবে দুঃখের আলাপন।
টগবগিয়ে হাসছে খুন আর রুদ্ধ হচ্ছে প্রাণ,
থামাতে কেউ চায়না আজ হিংস্রদের গান।
শহিদের পুণ্যভূমি বিশকোটি তার ফুল,
বগ্লাহারা হায়েনারা কেনো তবে খুনে মশগুল?
আমার দেশের মধুর মাটি হিংস্রদের বাস,
দিবে কে আজ জীবনের একফোঁটা আশ্বাস?
দামাল ছেলে সোনার ছেলে এখন তবে লড়ো,
দেশ বাঁচাতে দেশের তরে অস্ত্র আবার ধরো।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বিপ্লব চাকমা ২২/০৭/২০১৭অমিত্রাক্ষর ছন্দ!! দারুণ কবি। শুভেচ্ছা!