www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অস্ত্র আবার ধরো

চারদিকে দেখি হিংস্রালয়ে নিরীহের স্তুপ,
নিরীহেরা সব মরছে,বিপ্লবীরা আছে চুপ।
গৃহকোণে বসে আছে সুশীল,আধমরার দল,
দেশের কথা ভেবে ফেলছে চোখের জল।
কাঁদার সুখে হিংস্রালয়ে সবকিছুযে বারণ
রাত্রিদিন করছে সবে দুঃখের আলাপন।

টগবগিয়ে হাসছে খুন আর রুদ্ধ হচ্ছে প্রাণ,
থামাতে কেউ চায়না আজ হিংস্রদের গান।
শহিদের পুণ্যভূমি বিশকোটি তার ফুল,
বগ্লাহারা হায়েনারা কেনো তবে খুনে মশগুল?
আমার দেশের মধুর মাটি হিংস্রদের বাস,
দিবে কে আজ জীবনের একফোঁটা আশ্বাস?
দামাল ছেলে সোনার ছেলে এখন তবে লড়ো,
দেশ বাঁচাতে দেশের তরে অস্ত্র আবার ধরো।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৩৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২২/০৭/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • বিপ্লব চাকমা ২২/০৭/২০১৭
    অমিত্রাক্ষর ছন্দ!! দারুণ কবি। শুভেচ্ছা!
    • অমিত্রাক্ষর নামটা বড়ই বৈজ্ঞানিক।আমরা বরং একে মিশ্রবৃত্ত অথবা অক্ষরবৃত্ত বলেই সম্বোধন করি।অমিত্রাক্ষর ছন্দ পয়ার ছন্দভিত্তিক,কিন্তু এতে পঙ্ ক্তির শেষে মিল নেই।বড় ধরনের ভাব প্রকাশে অমিত্রাক্ষর ছন্দ বিশেষ সহায়ক।আপনি খেয়াল করলে দেখবেন আমার "অস্ত্র আবার ধরো"কবিতাটিতে পঙ্ ক্তি শেষে কিছু মিল রয়েছে।তাই এটিকে সরাসরি অমিত্রাক্ষর না বলে অক্ষরবৃত্ত বলাটা কি শ্রেয় নয়?
      • বিপ্লব চাকমা ২২/০৭/২০১৭
        হ্যাঁ কবি, দেখেছি। আমি কিছুটা ছন্দের এবং ১৪ লাইনের ৮, ৬ কম্পোজিশন দেখেই মন্তব্য করেছি কবি। ছন্দের আবর্তে মস্তিষ্ক এখনোও অলস। আপনি ঠিক বলেছেন অক্ষরবৃত্ত বলা ঠিক তবে এখানে ...ক্ষরের ভাবটা প্রবল কবি তাই মনে হলো।
        • আপনার ভাবনাটাও ঠিক আছে।ওরকমটাই লিখেছিলাম।পরে নতুনত্ব আনতে গিয়ে পুরোপুরি পয়ার কিংবা অমিত্রাক্ষর হয়নি।তাই এটাকে অক্ষরবৃত্ত বলেই মেনে নিয়েছি।সাধুবাদ আপনাকে।
 
Quantcast