স্বাধীন আমার দেশ
লাল সবুজে মিশছে আজ স্বাধীনতার সুখ,
সুজলা,সুফলা,শস্য,শ্যামলা বাংলাদেশের মুখ।
স্বাধীন আমার ইচ্ছেগুলো স্বাধীন আমার মন,
আমার দেশে তোমায় জানাই মুক্ত নিমন্ত্রণ।
স্বাধীন আমার আকাশ জুড়ে স্বাধীন পাখির গান,
নতুন দিনের স্বপ্ন দেখি সুরের কলতান।
বাংলাদেশকে এগিয়ে নেবো এক আমার উদ্দেশ.
যখন আমি স্বাধীন মানুষ স্বাধীন আমার দেশ।
সুজলা,সুফলা,শস্য,শ্যামলা বাংলাদেশের মুখ।
স্বাধীন আমার ইচ্ছেগুলো স্বাধীন আমার মন,
আমার দেশে তোমায় জানাই মুক্ত নিমন্ত্রণ।
স্বাধীন আমার আকাশ জুড়ে স্বাধীন পাখির গান,
নতুন দিনের স্বপ্ন দেখি সুরের কলতান।
বাংলাদেশকে এগিয়ে নেবো এক আমার উদ্দেশ.
যখন আমি স্বাধীন মানুষ স্বাধীন আমার দেশ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আবু ইসহাক ২১/০৭/২০১৭সুন্দর লিখেছেন কবি
-
অর্ক রায়হান ২১/০৭/২০১৭সুন্দর কাব্য।
-
সাইয়িদ রফিকুল হক ২১/০৭/২০১৭সুন্দর স্বপ্ন।
-
ন্যান্সি দেওয়ান ২১/০৭/২০১৭Great.
-
মোনালিসা ২১/০৭/২০১৭