একটা কবি চাই
- কামরুজ্জামান সাদ
একটা কবি চাই
যার কবিতায় স্নিগ্ধ নদীর কথা থাকবে,
ধানের উপর ঢেউ খেলানো বাতাসের কথা থাকবে,
সবুজ অরণ্যের কথা থাকবে,
পাখিদের কথা থাকবে,
বাহারি ফুলের কথা থাকবে।
যার কবিতায় নির্জন রাতের কথা থাকবে,
সুখ,আবেগ,প্রেম,শোকের কথা থাকবে,
স্বাধীনতার কথা থাকবে,পরাধীনতার কথা থাকবে।
একটা কবি চাই
যার কবিতায় শ্রমজীবী মানুষের কথা থাকবে।
অধিকারের কথা থাকবে।
জয় পরাজয়ের কথা থাকবে।
নিরীহ আদিবাসীদের কথা থাকবে।
দুরন্ত কিশোরের কথা থাকবে।
যার কবিতায় সূর্যোদয়ের কথা থাকবে।
সংশয়ের কথা থাকবে।
অগ্নির কথা থাকবে।
ভয়হারা চোখের কথা থাকবে।
ধর্ষিতা বোনের কথা থাকবে।
অত্যাচারি এবং অত্যাচারিতের কথা থাকবে।
একটা কবি চাই
যার কবিতায় বঙ্গবন্ধুর কথা থাকবে।
সাম্য ও বিভেদের কথা থাকবে।
সকল শুভ ও অশুভের কথা থাকবে।
বিদ্রোহী গ্রামের কথা থাকবে।
ভাল ও মন্দের কথা থাকবে।
যার কবিতায় চর্যাপদের কথা থাকবে।
অখ্যাতদের কথা থাকবে,বিখ্যাতদের কথা থাকবে।
সাহসী মায়ের কথা থাকবে।
সংগ্রামের দীর্ঘ ইতিহাসের কথা থাকবে।
কর্মঠ,বীর্যবান শরীরের কথা থাকবে।
অবাধ্য নারীর কথা থাকবে।
একটা কবি চাই
যার কবিতায় কিছুই বাদ রবে না।
একটা কবি চাই
যার কবিতায় স্নিগ্ধ নদীর কথা থাকবে,
ধানের উপর ঢেউ খেলানো বাতাসের কথা থাকবে,
সবুজ অরণ্যের কথা থাকবে,
পাখিদের কথা থাকবে,
বাহারি ফুলের কথা থাকবে।
যার কবিতায় নির্জন রাতের কথা থাকবে,
সুখ,আবেগ,প্রেম,শোকের কথা থাকবে,
স্বাধীনতার কথা থাকবে,পরাধীনতার কথা থাকবে।
একটা কবি চাই
যার কবিতায় শ্রমজীবী মানুষের কথা থাকবে।
অধিকারের কথা থাকবে।
জয় পরাজয়ের কথা থাকবে।
নিরীহ আদিবাসীদের কথা থাকবে।
দুরন্ত কিশোরের কথা থাকবে।
যার কবিতায় সূর্যোদয়ের কথা থাকবে।
সংশয়ের কথা থাকবে।
অগ্নির কথা থাকবে।
ভয়হারা চোখের কথা থাকবে।
ধর্ষিতা বোনের কথা থাকবে।
অত্যাচারি এবং অত্যাচারিতের কথা থাকবে।
একটা কবি চাই
যার কবিতায় বঙ্গবন্ধুর কথা থাকবে।
সাম্য ও বিভেদের কথা থাকবে।
সকল শুভ ও অশুভের কথা থাকবে।
বিদ্রোহী গ্রামের কথা থাকবে।
ভাল ও মন্দের কথা থাকবে।
যার কবিতায় চর্যাপদের কথা থাকবে।
অখ্যাতদের কথা থাকবে,বিখ্যাতদের কথা থাকবে।
সাহসী মায়ের কথা থাকবে।
সংগ্রামের দীর্ঘ ইতিহাসের কথা থাকবে।
কর্মঠ,বীর্যবান শরীরের কথা থাকবে।
অবাধ্য নারীর কথা থাকবে।
একটা কবি চাই
যার কবিতায় কিছুই বাদ রবে না।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুল হক ২০/০৭/২০১৭সুন্দর লিখা মোবারকবাদ!
-
মোনালিসা ২০/০৭/২০১৭/
-
ন্যান্সি দেওয়ান ২০/০৭/২০১৭Lovely peom.
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২০/০৭/২০১৭খুব ভালো লেখা।