তোমাকে দেখার সাধ জেগেছে
একটুখানি দাড়াবে?
অনেকদিন হলো তোমায় দেখি না।
তোমার বহুরূপি সাজ দেখিনি কয়েকযুগ।
তোমাকে দেখার সাধ জেগেছে।
আমাকে ফিরিয়ে দিও না।
যদি একান্তই ফিরিয়ে দাও তবে-
বিধ্বস্ত ট্রয়নগরীর মতো বিধ্বস্ত হতে হবে,
স্মৃতির বরফ জ্যোৎস্নাকে চন্দ্রগ্রহণে লুট হতে দেখবে,
সাহারার প্রশস্ত প্রান্তর হবে সংকীর্ণ।
নদীর অশ্রু সাগরে মিশতে ভুলে যাবে।
যদি একান্তই ফিরিয়ে দাও তবে-
প্যালেস্টাইনের রক্তমঞ্চে আরো রক্তজবার উত্থান হবে,
ভূমধ্যসাগরে ভেসে উঠবে শিশু,
দাসপ্রথা হঠাৎ করেই জেগে উঠবে।
আমাকে ফিরিয়ে দিওনা।
বরং আমাকে কাছে টেনে নাও।
আমাকে কাছে টেনে নিলে
উত্তরমেরু থেকে দক্ষিণমেরু পর্যন্ত থাকবে শান্ত,
নির্মল হবে পৃথিবী।
আমি শান্তি চাই,আমার নাম শান্তি।
একটু দাড়াবে?
অনেকদিন হলো তোমায় দেখিনা।
তোমার ডাকনাম যদি ক্ষমতা হয়ে থাকে
তবে তোমাকেই আমি দাড়াতে বলছি।
আমি শান্তি চাই,একটুখানি শান্তি।
তোমাকে শান্তির কথা বলতে এসেছি,
তোমাকে দেখামাত্রই শান্তির কথা বলবো।
তোমাকে দেখার সাধ জেগেছে।
অনেকদিন হলো তোমায় দেখি না।
তোমার বহুরূপি সাজ দেখিনি কয়েকযুগ।
তোমাকে দেখার সাধ জেগেছে।
আমাকে ফিরিয়ে দিও না।
যদি একান্তই ফিরিয়ে দাও তবে-
বিধ্বস্ত ট্রয়নগরীর মতো বিধ্বস্ত হতে হবে,
স্মৃতির বরফ জ্যোৎস্নাকে চন্দ্রগ্রহণে লুট হতে দেখবে,
সাহারার প্রশস্ত প্রান্তর হবে সংকীর্ণ।
নদীর অশ্রু সাগরে মিশতে ভুলে যাবে।
যদি একান্তই ফিরিয়ে দাও তবে-
প্যালেস্টাইনের রক্তমঞ্চে আরো রক্তজবার উত্থান হবে,
ভূমধ্যসাগরে ভেসে উঠবে শিশু,
দাসপ্রথা হঠাৎ করেই জেগে উঠবে।
আমাকে ফিরিয়ে দিওনা।
বরং আমাকে কাছে টেনে নাও।
আমাকে কাছে টেনে নিলে
উত্তরমেরু থেকে দক্ষিণমেরু পর্যন্ত থাকবে শান্ত,
নির্মল হবে পৃথিবী।
আমি শান্তি চাই,আমার নাম শান্তি।
একটু দাড়াবে?
অনেকদিন হলো তোমায় দেখিনা।
তোমার ডাকনাম যদি ক্ষমতা হয়ে থাকে
তবে তোমাকেই আমি দাড়াতে বলছি।
আমি শান্তি চাই,একটুখানি শান্তি।
তোমাকে শান্তির কথা বলতে এসেছি,
তোমাকে দেখামাত্রই শান্তির কথা বলবো।
তোমাকে দেখার সাধ জেগেছে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঁঝের তারা ২০/০৭/২০১৭ভালো সাধ - পূর্ণ হোক
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১৯/০৭/২০১৭ভালো বিষয়।
-
সাইয়িদ রফিকুল হক ১৯/০৭/২০১৭বেশ!
-
মোনালিসা ১৯/০৭/২০১৭ভাল