পরিবর্তন
ভুলে যেতে চাইলে আগে মনে রেখে দিও,
সূর্যগ্রহণ কিংবা রোদের আকাশ, কবির দুটোই প্রিয়।
তোমাতে রয়েছে সকল কিছু শাস্ত্র খুঁজে দেখো,
পরিবর্তন চাইলে তুমি পরিবর্তনের ছকটি যেনো একোঁ।
ভুল থেকে নিস্তার পেতে যাও অন্তরালে,
সঠিকটারে দাড় করিয়ে ভুলকে তোলো শূলে।
সূর্যগ্রহণ কিংবা রোদের আকাশ, কবির দুটোই প্রিয়।
তোমাতে রয়েছে সকল কিছু শাস্ত্র খুঁজে দেখো,
পরিবর্তন চাইলে তুমি পরিবর্তনের ছকটি যেনো একোঁ।
ভুল থেকে নিস্তার পেতে যাও অন্তরালে,
সঠিকটারে দাড় করিয়ে ভুলকে তোলো শূলে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১৮/০৭/২০১৭সুন্দর।
-
বিপ্লব চাকমা ১৮/০৭/২০১৭সুন্দর ভাবনা কবি।