আমি হয়তো সভ্য হতে পারিনি
আমি হয়তো সভ্য হতে পারিনি।
সভ্য হলে হয়তো নিজেকে পরিবর্তন করার চেষ্টা করতাম না।
মেন্ডেলা এতোদিন কারাগারে থেকেও সভ্য হতে পারেনি।
আমি তবে বৃথা চেষ্টা কেনো করবো?
একসাথে রিকশার হুড ফেলে পাশাপাশি আর চলবো না,
প্রেক্ষাগৃহে পাশাপাশি বসে সিনেমা দেখতে আর ইচ্ছে করে না।
অনেক পরিবর্তন হয়ে গেছে আমার জীবনে।
সুন্দর সময়গুলো আর মনে পড়ে না,ভুলে গেছি সব।
যেভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা ভুলে গেছে বিশ্ববাসি,
যেভাবে গ্রীষ্মের তাপদাহকে শীত ভুলে গেছে।
ঠিক সেভাবে আমি তোমাকে ভুলে গেছি।
আমি হয়তো সভ্য হতে পারিনি।
সভ্য হলে সবকিছুকে ভুলে যেতে চাইতাম না।
নিজের মতো করে বাঁচতে চাইতাম না।
সবকিছু ছেড়ে বাঁচতে পারতাম না।
আমি হয়তো সভ্য হতে পারিনি,
নিজের মত করে চলতে পারছি।
নিজের মত করে বলতে পারছি।
নিজের মত করে ভাবতে পারছি।
চে গুয়েভারার মতো বিপ্লবী হতে পারছি।
আমি হয়তো সভ্য হতে পারিনি।
সভ্য হতে পারবো না।
সভ্য হলে হয়তো নিজেকে পরিবর্তন করার চেষ্টা করতাম না।
মেন্ডেলা এতোদিন কারাগারে থেকেও সভ্য হতে পারেনি।
আমি তবে বৃথা চেষ্টা কেনো করবো?
একসাথে রিকশার হুড ফেলে পাশাপাশি আর চলবো না,
প্রেক্ষাগৃহে পাশাপাশি বসে সিনেমা দেখতে আর ইচ্ছে করে না।
অনেক পরিবর্তন হয়ে গেছে আমার জীবনে।
সুন্দর সময়গুলো আর মনে পড়ে না,ভুলে গেছি সব।
যেভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা ভুলে গেছে বিশ্ববাসি,
যেভাবে গ্রীষ্মের তাপদাহকে শীত ভুলে গেছে।
ঠিক সেভাবে আমি তোমাকে ভুলে গেছি।
আমি হয়তো সভ্য হতে পারিনি।
সভ্য হলে সবকিছুকে ভুলে যেতে চাইতাম না।
নিজের মতো করে বাঁচতে চাইতাম না।
সবকিছু ছেড়ে বাঁচতে পারতাম না।
আমি হয়তো সভ্য হতে পারিনি,
নিজের মত করে চলতে পারছি।
নিজের মত করে বলতে পারছি।
নিজের মত করে ভাবতে পারছি।
চে গুয়েভারার মতো বিপ্লবী হতে পারছি।
আমি হয়তো সভ্য হতে পারিনি।
সভ্য হতে পারবো না।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১৯/০৭/২০১৭ভালো।
-
ধ্রুবক ১৮/০৭/২০১৭ভাল লাগল কবিতাটি।
-
বিপ্লব চাকমা ১৮/০৭/২০১৭কবি, ইচ্ছে করলেও কেউ সহজে সভ্য, ভব্য হতে পারে না। শাসক শ্রেনীরই একমাত্র অধিকার কাকে কি নামে ডাকা হবে......। আপনি ঠিক বলেছেন মেন্ডলা ...থেকেও সভ্য হতে পারেনি। নতুন করে বিষয়টা আমাকে ভাবাবে। শুভ কামনা ।