শ্রাবণ
শ্রাবণের বৃষ্টিমুখর সন্ধ্যায় আলাপটা জমেছে বেশ,
কথা চলতেই থাকুক যেনো না কাটে আলাপের রেশ।
টিনের চালে ছন্দে ছন্দে বৃষ্টি করে নৃত্য,
মিশে যাক ভরে যাক প্রকৃতির চিত্ত।
তারপর..
চলতেই থাকুক বৃষ্টির ধারা,
সন্ধ্যাটা কাটুক কিছুটা খাপছাড়া।
আজ তবে বাইরে যেতে বারণ,
নেমেছে দেখো ক্লান্তিহীন শ্রাবণ।
কথা চলতেই থাকুক যেনো না কাটে আলাপের রেশ।
টিনের চালে ছন্দে ছন্দে বৃষ্টি করে নৃত্য,
মিশে যাক ভরে যাক প্রকৃতির চিত্ত।
তারপর..
চলতেই থাকুক বৃষ্টির ধারা,
সন্ধ্যাটা কাটুক কিছুটা খাপছাড়া।
আজ তবে বাইরে যেতে বারণ,
নেমেছে দেখো ক্লান্তিহীন শ্রাবণ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ধ্রুবক ১৮/০৭/২০১৭ভালো লেখা।
-
ন্যান্সি দেওয়ান ১৭/০৭/২০১৭Nice.
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১৭/০৭/২০১৭অ ন ব দ্য।
-
সাইয়িদ রফিকুল হক ১৭/০৭/২০১৭শ্রাবণ আসলে ভালোই হতো।
-
মোনালিসা ১৭/০৭/২০১৭সুন্দর