বাংলা
ঐতরেয় আরণ্যক থেকে যে নাম শুরু হয়েছে
তা সময়ের ব্যবধানে বিস্তৃতি অর্জন করেছে।
সেই নামের একটা দেশ আছে
একটা জাতি আছে।
সেই নামের ভাষার জন্য বাহান্নে দামাল ছেলের দল জীবন দেয়।
সেই নামের দেশ বাঁচাতে একাত্তরে মুক্তিপাগল মানুষ অস্ত্র হাতে নিতেও দ্বিধা করেনা,
সেই নামের মাটিতে পলি থাকে,নামটা উর্বর করতে,
সেই নামের মহাকাব্য রচিত হতে থাকে প্রতিটা মাইক্রো সেকেন্ডে।
সেই নামকে মুছে দিতে কালো হাত বাড়িয়ে দেয় শকুনেরা,
সেই নামকে যে আগলে রাখে তাকে পঁচাত্তরে সপরিবারে হত্যা করা হয়।
তারপরো সেই নামকে বিলীন করা যায় না।
যুগে যুগে এই নামে যে হস্তক্ষেপ করেছে সে পতিত হয়েছে সভ্যতার অতলে।
রচনা করেছে নষ্ট ইতিহাস।
যুগে যুগে এই নামকে উজ্জ্বল করেছে এখানকার সোনার ছেলেরা।
নামটা যে "বাংলা"।
তা সময়ের ব্যবধানে বিস্তৃতি অর্জন করেছে।
সেই নামের একটা দেশ আছে
একটা জাতি আছে।
সেই নামের ভাষার জন্য বাহান্নে দামাল ছেলের দল জীবন দেয়।
সেই নামের দেশ বাঁচাতে একাত্তরে মুক্তিপাগল মানুষ অস্ত্র হাতে নিতেও দ্বিধা করেনা,
সেই নামের মাটিতে পলি থাকে,নামটা উর্বর করতে,
সেই নামের মহাকাব্য রচিত হতে থাকে প্রতিটা মাইক্রো সেকেন্ডে।
সেই নামকে মুছে দিতে কালো হাত বাড়িয়ে দেয় শকুনেরা,
সেই নামকে যে আগলে রাখে তাকে পঁচাত্তরে সপরিবারে হত্যা করা হয়।
তারপরো সেই নামকে বিলীন করা যায় না।
যুগে যুগে এই নামে যে হস্তক্ষেপ করেছে সে পতিত হয়েছে সভ্যতার অতলে।
রচনা করেছে নষ্ট ইতিহাস।
যুগে যুগে এই নামকে উজ্জ্বল করেছে এখানকার সোনার ছেলেরা।
নামটা যে "বাংলা"।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঁঝের তারা ১৮/০৭/২০১৭অনন্য
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১৭/০৭/২০১৭ভালো বিষয়।