মাটি স্বপ্ন দেখে
এই এখান থেকে মেঠোপথের শুরু,
কিছু দূরেই ধানক্ষেত।
ট্রাক্টরের পেষণে ক্ষেতগুলো সোনায় পরিণত হয়েছে,
বীজ ফেললেই সোনা সোনা ধান।
সেই ক্ষেতের আলপথ ধরে একটু হেটে এলেই মেঠোপথটা শুরু হয়।
মেঠোপথ ধরে একটা লাজুক বউ হেটে আসছে,
খালি পায়ে,এঁকেবেঁকে।
নিতম্বপ্রধান নারী নয়,খুবই সাধাসিধে একটা বউ।কমবয়েসি বউ।
মেঠো পথ ধরে কিছুটা এগোলেই একটা বড় পুকুর।
ওখানে যুবতিরা স্নানে নেমেছে।
এমন ভরদুপুরেই সুজনের বউ এগ্রামে এসেছিলো।
তারপর অনেকগুলো দিন গিয়েছে,
মাস গিয়েছে,
বছর গিয়েছে।
ক্ষেতের থেকে সোনা জন্মেছে।
আজ আবার সুজনের বউ মেঠোপথে চলেছে,
তবে হেটে নয়,ভ্যানে চড়ে।
সুজনের নবীনতম সন্তান পৃথিবীর মাটিতে তার অস্তিত্ব জানান দেবে।
এই স্বপ্ন সুজনের চোখে,
এই স্বপ্ন তার বউয়ের চোখে,
এই স্বপ্ন সোনা ফলা ক্ষেতের।
একটি নতুন স্বপ্ন বাসা বাঁধবে এই পৃথিবীতে।
এই পৃথিবীর মাটিতে।
কারণ,এই স্বপ্ন তো মাটিও দেখেছিলো।
কিছু দূরেই ধানক্ষেত।
ট্রাক্টরের পেষণে ক্ষেতগুলো সোনায় পরিণত হয়েছে,
বীজ ফেললেই সোনা সোনা ধান।
সেই ক্ষেতের আলপথ ধরে একটু হেটে এলেই মেঠোপথটা শুরু হয়।
মেঠোপথ ধরে একটা লাজুক বউ হেটে আসছে,
খালি পায়ে,এঁকেবেঁকে।
নিতম্বপ্রধান নারী নয়,খুবই সাধাসিধে একটা বউ।কমবয়েসি বউ।
মেঠো পথ ধরে কিছুটা এগোলেই একটা বড় পুকুর।
ওখানে যুবতিরা স্নানে নেমেছে।
এমন ভরদুপুরেই সুজনের বউ এগ্রামে এসেছিলো।
তারপর অনেকগুলো দিন গিয়েছে,
মাস গিয়েছে,
বছর গিয়েছে।
ক্ষেতের থেকে সোনা জন্মেছে।
আজ আবার সুজনের বউ মেঠোপথে চলেছে,
তবে হেটে নয়,ভ্যানে চড়ে।
সুজনের নবীনতম সন্তান পৃথিবীর মাটিতে তার অস্তিত্ব জানান দেবে।
এই স্বপ্ন সুজনের চোখে,
এই স্বপ্ন তার বউয়ের চোখে,
এই স্বপ্ন সোনা ফলা ক্ষেতের।
একটি নতুন স্বপ্ন বাসা বাঁধবে এই পৃথিবীতে।
এই পৃথিবীর মাটিতে।
কারণ,এই স্বপ্ন তো মাটিও দেখেছিলো।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঁঝের তারা ১৬/০৭/২০১৭সুন্দর ভাবনা
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১৬/০৭/২০১৭ভালো।
-
আনোয়ার পারভেজ শিশির ১৬/০৭/২০১৭মাটির অনির্বচনীয় সোঁদা গন্ধে প্রাণটা খুব অকৃত্রিম মাটির স্পর্শ পেতে চাইছে খুব এই মুহূর্তেই... অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইল প্রিয়...
-
মোনালিসা ১৬/০৭/২০১৭অসাধারন