আমি মানুষকে ভালবাসি
আমি কেন মানুষকেই ভালবাসতে গেলাম জানিস অনিন্দ্য?
মানুষের চোখ আছে দেখার জন্য,
নাক দিয়ে ঘ্রাণ নেয়,
কান আছে শুনতে পায়,
পায়ে পায়ে হেটে চলে।
জানিস অনিন্দ্য, ওদের না একটা হৃদয় আছে।অতি সংবেদনশীল।
আমি তো পাখির প্রেমেও পড়তে পারতাম।তবে কেনো পড়লাম না?
পাখির কি এগুলো নেই?আছে তো।
ইচ্ছে হলে উড়তে পারে।
যে উড়ে যাবে তাকে আমি ভালবাসবো কেনো?আমার ভালবাসা কি এতোই সস্তা?
আমি গাছ,নদী,সাগর কিংবা পশুদের প্রেমেও পড়তে পারতাম।
আমি যে অনেক আগেই মানুষকে আমার মনটা দিয়ে দিয়েছি।
মানুষগুলো একদম অন্যরকম।
মানুষগুলো আমাকে কষ্ট দেয়।ভীষণরকম কষ্ট দেয়।
আমি দাত চেপে ধরে সহ্য করি।
আমাকে অবহেলা করা হয়।আঘাত করা হয়।আমি কিছু মনে করি না।
জানিস অনিন্দ্য,আমি না এই কষ্টগুলোকে আঁকড়ে ধরে থাকি,ভালবাসা খুঁজি।
আমি আঘাতে ভেঙে পড়িনা।
মানুষের মত আমারও চোখ আছে,
নাক,কান সবই আছে।
তবে আমার হৃদয়টা পাষাণ।ভিন্নতা এখানেই।
তবে কি আমি মানুষ হতে পারিনি?
আমি মানুষকে ভালবাসি,শত যন্ত্রণার ভিতরে।
মানুষের সংবেদনশীল হৃদয়টা আমাকে তো জয় করতেই হবে।
পারবো না অনিন্দ্য?
আমি মানুষকে ভালবাসি।পারতে হবে আমাকে।ভালবাসিতো।
কবিতার শিরোনাম : আমি মানুষকে ভালবাসি
মানুষের চোখ আছে দেখার জন্য,
নাক দিয়ে ঘ্রাণ নেয়,
কান আছে শুনতে পায়,
পায়ে পায়ে হেটে চলে।
জানিস অনিন্দ্য, ওদের না একটা হৃদয় আছে।অতি সংবেদনশীল।
আমি তো পাখির প্রেমেও পড়তে পারতাম।তবে কেনো পড়লাম না?
পাখির কি এগুলো নেই?আছে তো।
ইচ্ছে হলে উড়তে পারে।
যে উড়ে যাবে তাকে আমি ভালবাসবো কেনো?আমার ভালবাসা কি এতোই সস্তা?
আমি গাছ,নদী,সাগর কিংবা পশুদের প্রেমেও পড়তে পারতাম।
আমি যে অনেক আগেই মানুষকে আমার মনটা দিয়ে দিয়েছি।
মানুষগুলো একদম অন্যরকম।
মানুষগুলো আমাকে কষ্ট দেয়।ভীষণরকম কষ্ট দেয়।
আমি দাত চেপে ধরে সহ্য করি।
আমাকে অবহেলা করা হয়।আঘাত করা হয়।আমি কিছু মনে করি না।
জানিস অনিন্দ্য,আমি না এই কষ্টগুলোকে আঁকড়ে ধরে থাকি,ভালবাসা খুঁজি।
আমি আঘাতে ভেঙে পড়িনা।
মানুষের মত আমারও চোখ আছে,
নাক,কান সবই আছে।
তবে আমার হৃদয়টা পাষাণ।ভিন্নতা এখানেই।
তবে কি আমি মানুষ হতে পারিনি?
আমি মানুষকে ভালবাসি,শত যন্ত্রণার ভিতরে।
মানুষের সংবেদনশীল হৃদয়টা আমাকে তো জয় করতেই হবে।
পারবো না অনিন্দ্য?
আমি মানুষকে ভালবাসি।পারতে হবে আমাকে।ভালবাসিতো।
কবিতার শিরোনাম : আমি মানুষকে ভালবাসি
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ধ্রুবক ২৯/০৭/২০১৭ভালো লেখা।
-
আনোয়ার পারভেজ শিশির ১৬/০৭/২০১৭দারুনভাবে মন ও মননের সদ্য স্ফুরিত অনুভবগুলো একের পর এক গ্রন্থিত হয়েছে... এটা একটা দারুন কবিতা...! প্রেম রইল প্রিয়...
-
বিপ্লব চাকমা ১৬/০৭/২০১৭আবৃতির জন্য একটা বেশ ভালো লেখা মনে হচ্ছে যদিও কখনও আবৃতি করিনি। এখানে কবির একটি দারুণ যন্ত্রণার চিত্র উদ্ভাসিত হলো। দারুণ যন্ত্রণা বুঝাচ্ছি এ জন্য যে কবি নিজেই নিগেটিভ শক্তিকে নিজের কাঁধে নিয়েছেন। কবি ভুল হলে ক্ষমা করবেন। এটি একান্ত নিজস্ব ভাবনায় কবিতাকে উপভোগ করলাম মাত্র। কবি, আমার বেশ ভাল লাগলো বিশেষ করে সাবলীল শব্দ প্রয়োগ এবং ভাবের উপস্থাপন। শুভেচ্ছা।
-
সাঁঝের তারা ১৫/০৭/২০১৭বেশ
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১৫/০৭/২০১৭ভালো।