www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তোমার স্নিগ্ধ হাসিতে

লাইব্রেরি রুমের শেষ টেবিলটাতে তুমি
ইচ্ছে হয় কাছে গিয়ে বসি
তোমার নামটা জিজ্ঞাসা করি
কিংবা বলি কি পড়ছো?
অতটা সাহসি আমি নই।
গণকবিতাতন্ত্রী পড়ে হেসে যাচ্ছ মিটিমিটি,
কার যেনো লেখা?ও আখতারুজ্জামানের!
তবুও ইচ্ছে হয় জিজ্ঞাসা করি
বইটা কার লেখা?
ও বইয়ে হাসির কি পেলে বলতো?
সেই কখন থেকে দেখছি
থেমে থেমে হেসে যাচ্ছ,
একটু হাসি ধার দেবে?
খুব বেশি হাসতে আমি জানিনা
পাড়ার মোড়ে ফাংশানে রাজনের
কৌতুকে সবাই হো হো করে হেসে
উঠলেও আমি হাসি না।
এরকমটি দেখলে মা রাগ করেন,
কেনো আমি হাসি না?
মোটা মোটা বই পড়ে আমি নাকি
হাসি ভুলে গেছি,
তারপরও মাঝে মাঝে হেসে উঠি
তবে সেটা তোমার হাসির কাছে নগণ্য
দেবে একটু হাসি?
খুব সামান্য দিলেই হবে।
আমার বিষণ্ণ দিনগুলিতে যদি
তুমি আসো এবং ছুয়ে দিতে থাকো
তোমার স্নিগ্ধ হাসিতে,
তবে আর কিছু চাইবো না
খুব সামান্য হাসি হলেও চলবে,
মনের উঠানে ছড়িয়ে পড়লেই হবে।
আমার অর্ধেক তোমাকে লিখে দেবো,নেবে?
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯৬৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৩/০৬/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • Tanju H ০৪/০৬/২০১৭
    সুন্দর
  • আচ্ছা।
    • প্রিয় ডঃ সুজিত দাদা,
      ব্লগটিতে মন্তব্য করার জন্য ধন্যবাদ।
  • সাঁঝের তারা ০৩/০৬/২০১৭
    ভাল
 
Quantcast