দৃষ্টি
ধুসর বিবর্ণতার মাঝে ডুবে গেছি
এই চৈত্রের অলস বেলায়
দৃষ্টি এখন বৈশাখ পানে।
ফেলে আসা দিনগুলি ভীষনভাবে
বিষণ্নতার ছবি আঁকতে ব্যস্ত সময় কাটাচ্ছে।
ছবিগুলি সব কৃষ্ণচূড়ার মতই লাল ছাপে আঁকা।
ঠিক অনিন্দ্য নয়!
কিছুটা নিন্দনীয় জলছবিও যে আছে।
কার কথা পড়ছে মনে
ভীষণভাবে এই বিকালে।
কিন্তু এখনতো নতুনকে বরণের সময়।
নববর্ষ যে সম্মুখে।
দৃষ্টি এখন বৈশাখ পানে।
হৃদয়ে জাগে উদ্বেগ
বুকে লাগে ভয়
ভয়াল কালো মেঘের ডানা জোর কদমে আসছে
ঈশান কোনের রাক্ষুসে মেঘ।
বিবর্ণতার ইতি কথা মুছে দিতে
তিমির ঘন মেঘের পালক দূর আকাশে ভাসছে,
তারপরও দৃষ্টি ফিরিয়ে নেই না।
বৈশাখ বরণে মুখর হয়ে থাকি
নব উচ্ছ্বাসে নব উদ্দামে এসো এসো বৈশাখ
বলে হাতটা বাড়িয়ে দিই।
বৈশাখকে বলি,"কোমলতায় ভরে দাও তুমি আমার যত অনুরাগ।"
দৃষ্টিযে এখন বৈশাখ পানে
নামছে আঁধার ক্রমান্বয়ে
তপ্ত ধুলি পথের বাঁকে।
কবিতার শিরোনাম : দৃষ্টি //কামরুজ্জামান সাদ
মহেশপুর,ঝিনাইদহ।
এই চৈত্রের অলস বেলায়
দৃষ্টি এখন বৈশাখ পানে।
ফেলে আসা দিনগুলি ভীষনভাবে
বিষণ্নতার ছবি আঁকতে ব্যস্ত সময় কাটাচ্ছে।
ছবিগুলি সব কৃষ্ণচূড়ার মতই লাল ছাপে আঁকা।
ঠিক অনিন্দ্য নয়!
কিছুটা নিন্দনীয় জলছবিও যে আছে।
কার কথা পড়ছে মনে
ভীষণভাবে এই বিকালে।
কিন্তু এখনতো নতুনকে বরণের সময়।
নববর্ষ যে সম্মুখে।
দৃষ্টি এখন বৈশাখ পানে।
হৃদয়ে জাগে উদ্বেগ
বুকে লাগে ভয়
ভয়াল কালো মেঘের ডানা জোর কদমে আসছে
ঈশান কোনের রাক্ষুসে মেঘ।
বিবর্ণতার ইতি কথা মুছে দিতে
তিমির ঘন মেঘের পালক দূর আকাশে ভাসছে,
তারপরও দৃষ্টি ফিরিয়ে নেই না।
বৈশাখ বরণে মুখর হয়ে থাকি
নব উচ্ছ্বাসে নব উদ্দামে এসো এসো বৈশাখ
বলে হাতটা বাড়িয়ে দিই।
বৈশাখকে বলি,"কোমলতায় ভরে দাও তুমি আমার যত অনুরাগ।"
দৃষ্টিযে এখন বৈশাখ পানে
নামছে আঁধার ক্রমান্বয়ে
তপ্ত ধুলি পথের বাঁকে।
কবিতার শিরোনাম : দৃষ্টি //কামরুজ্জামান সাদ
মহেশপুর,ঝিনাইদহ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শাহারিয়ার ইমন ০৭/০৫/২০১৭ভাল লাগল
-
মধু মঙ্গল সিনহা ১৫/০৪/২০১৭দারুণ কম্পোজিশন।
-
কামরুজ্জামান সাদ ০১/০৪/২০১৭সকলের প্রতি বৈশাখ বরণ করার আহ্বান রইল।