সত্যের পাছায় লাত্থি দেবো কষে
সত্যের পাছায় লাত্থি দেবো কষে
-কামরুজ্জামান সাদ
আমার বিপক্ষে রায় দিয়েছো কি আছে এর হেতু?
সত্য মিথ্যার মিশেলে আমি উড়াই কালকেতু,
ইঁদুর যতোই বাধ খেয়ে যাক,হবেই পদ্মা সেতু।
উন্নয়নের চাবিকাঠি থাকে আমার কাছে,
বিচার তুমি করো বাবু লাগবে কেনো পাছে?
জানো না,দেশ আমার বাপের গড়া আমার হাতেই আছে।
মা ছেলেতে বিদেশ বসে কত ষড়যন্ত্র করে,
তারপরও দেখো আমার গদির টনক নাহি নড়ে,
রিজভী ফখরুলের কথায় কি একটা কেশও ঝরে?
বিরোধী শক্তি সারা বছর কতই দমিয়ে রাখি,
স্বাধীনতা আর বিজয় দিবসে স্লোগানে থাকি-
"জামাত এবার নিষিদ্ধ হবে",এগুলো কি ফাঁকি?
মিথ্যার অলোলিকায় দেশ দিচ্ছি চষে,
সত্য যদি পথ আটকায় এসে,
সত্যের পাছায় লাত্থি দেবো কষে।
-কামরুজ্জামান সাদ
আমার বিপক্ষে রায় দিয়েছো কি আছে এর হেতু?
সত্য মিথ্যার মিশেলে আমি উড়াই কালকেতু,
ইঁদুর যতোই বাধ খেয়ে যাক,হবেই পদ্মা সেতু।
উন্নয়নের চাবিকাঠি থাকে আমার কাছে,
বিচার তুমি করো বাবু লাগবে কেনো পাছে?
জানো না,দেশ আমার বাপের গড়া আমার হাতেই আছে।
মা ছেলেতে বিদেশ বসে কত ষড়যন্ত্র করে,
তারপরও দেখো আমার গদির টনক নাহি নড়ে,
রিজভী ফখরুলের কথায় কি একটা কেশও ঝরে?
বিরোধী শক্তি সারা বছর কতই দমিয়ে রাখি,
স্বাধীনতা আর বিজয় দিবসে স্লোগানে থাকি-
"জামাত এবার নিষিদ্ধ হবে",এগুলো কি ফাঁকি?
মিথ্যার অলোলিকায় দেশ দিচ্ছি চষে,
সত্য যদি পথ আটকায় এসে,
সত্যের পাছায় লাত্থি দেবো কষে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঁঝের তারা ১৭/১০/২০১৭সাহসী উচ্চারণ - অভিনন্দন কবি ...
-
মধু মঙ্গল সিনহা ১৬/১০/২০১৭কবি আন্তরিক অভিবাদন জানাই।ধন্যবাদ।
-
আজাদ আলী ১৬/১০/২০১৭Apnar kothay biclit holam priy kobi
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ১৬/১০/২০১৭অবাক সত্য উচ্চারণ !!
চলুক । চালিয়ে যান ।