নগরের ছবি
যখন তুমি মানবী ছিলে তখন হয়তো আমার কিছু অধিকার ছিলো,
তুমি দেবী হওয়ার পর থেকে এই শহরের সমস্ত পুরুষের অধিকার জন্মেছে তোমার প্রতি,
সবাই এখন তোমাকে বর্ণনা করে রাতে এবং দিনে,
ঢের বেশি প্রশংসা তোমার প্রাপ্য।
তুমি কি বুঝে নেবে না?
নগরের ছবি
তুমি দেবী হওয়ার পর থেকে এই শহরের সমস্ত পুরুষের অধিকার জন্মেছে তোমার প্রতি,
সবাই এখন তোমাকে বর্ণনা করে রাতে এবং দিনে,
ঢের বেশি প্রশংসা তোমার প্রাপ্য।
তুমি কি বুঝে নেবে না?
নগরের ছবি
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রূপক কুমার রক্ষিত ০১/০৮/২০২০দারুণ
-
সাইয়িদ রফিকুল হক ০১/০৮/২০২০সুন্দর!
ঈদের শুভেচ্ছা। -
স্বপন রোজারিও (মাইকেল) ০১/০৮/২০২০ইদ মোবারক ভাই।
-
ফয়জুল মহী ০১/০৮/২০২০ঈদ মোবারক I ঈদের শুভেচ্ছা , শুভ কামনা Il