নীল দুঃখ
আমি ভাবতাম, সুখেই আছি।
সেই সুখের আলোয় উজ্জ্বল হয়ে উঠতো আমার মুখ,
আমার সুখে এপিকুরোসের কোন ছায়া ছিলো না,
অথচ আমার ধারণাকে ভুল প্রমাণিত করে-সুখগুলো নারীর মতই অনিশ্চয়তার পরিচয় দিলো।
সেইসাথে সুখগুলো হয়ে উঠলো দুঃখ পরিমাপের রিখটার স্কেল,
আমার সমস্তটা জুড়েই দুঃখ।
প্রথমে আমার দুঃখগুলো ঝাপসা ছিলো,
তখন আমার ছোট অভিধানে " দুঃখ " শব্দটি যুক্ত হয়নি,
নির্জনে সেগুলো শূণ্য ছিলো,ক্রমেই তা নীল আকার ধারণ করলো।
এখন আমি দুঃখ ছাড়া কিছুই দেখিনা,বুঝিনা।
মানবিক ধর্ম অনেক আগেই চলে গেছে পৃথিবী থেকে,
মিশে গেছে মানুষের নষ্ট ইতিহাসে-
আর নিয়ামক ভূমিকা রেখেছে করোনার দিনগুলো।
আমি ভাবতাম,সুখেই আছি।
এখন,
আমি তাকিয়ে দেখি,চারিদিক ছেয়ে গেছে দুঃখী মানুষে।
এদের মুক্তি নেই।
সবাই দুঃখে নীল হয় আমার মতই।
সেই সুখের আলোয় উজ্জ্বল হয়ে উঠতো আমার মুখ,
আমার সুখে এপিকুরোসের কোন ছায়া ছিলো না,
অথচ আমার ধারণাকে ভুল প্রমাণিত করে-সুখগুলো নারীর মতই অনিশ্চয়তার পরিচয় দিলো।
সেইসাথে সুখগুলো হয়ে উঠলো দুঃখ পরিমাপের রিখটার স্কেল,
আমার সমস্তটা জুড়েই দুঃখ।
প্রথমে আমার দুঃখগুলো ঝাপসা ছিলো,
তখন আমার ছোট অভিধানে " দুঃখ " শব্দটি যুক্ত হয়নি,
নির্জনে সেগুলো শূণ্য ছিলো,ক্রমেই তা নীল আকার ধারণ করলো।
এখন আমি দুঃখ ছাড়া কিছুই দেখিনা,বুঝিনা।
মানবিক ধর্ম অনেক আগেই চলে গেছে পৃথিবী থেকে,
মিশে গেছে মানুষের নষ্ট ইতিহাসে-
আর নিয়ামক ভূমিকা রেখেছে করোনার দিনগুলো।
আমি ভাবতাম,সুখেই আছি।
এখন,
আমি তাকিয়ে দেখি,চারিদিক ছেয়ে গেছে দুঃখী মানুষে।
এদের মুক্তি নেই।
সবাই দুঃখে নীল হয় আমার মতই।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Rayhan Kazi ২৮/০৭/২০২০বাহ্ চমৎকার
-
স্বপন রোজারিও (মাইকেল) ২৭/০৭/২০২০দু:খের রং নীল।
-
সাইয়িদ রফিকুল হক ২৭/০৭/২০২০ভালো লাগলো।
-
অনিতা মুদি ২৭/০৭/২০২০খুব সুন্দর হয়েছে ।
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২৭/০৭/২০২০চমৎকার
-
ফয়জুল মহী ২৭/০৭/২০২০চমৎকার লেখা
-
নিলাদ্র নাজিম ২৭/০৭/২০২০অনেক ভালো হয়েছে