নামটা দুর্গা
সারা বছর ছেড়া জামা
পুজোর দিনেও তাই,
সবার গায়ে নতুন জামা
তার কেনো নাই?
বাবার দুর্গা সকাল হলে
ভাতের খোঁজে ছুটে,
বছর শেষে বরাবরই
বস্ত্র নাহি জোটে।
দেবীর সাজে সাজছে সবে
রাখছে কিছু মিলও,
বাবাতো শখ করে নামটা
দুর্গাই রেখেছিলো।
পুজোর দিনেও তাই,
সবার গায়ে নতুন জামা
তার কেনো নাই?
বাবার দুর্গা সকাল হলে
ভাতের খোঁজে ছুটে,
বছর শেষে বরাবরই
বস্ত্র নাহি জোটে।
দেবীর সাজে সাজছে সবে
রাখছে কিছু মিলও,
বাবাতো শখ করে নামটা
দুর্গাই রেখেছিলো।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০১/১০/২০১৭খুব ভালো।
-
আজাদ আলী ৩০/০৯/২০১৭Khub valo laglo
-
মধু মঙ্গল সিনহা ৩০/০৯/২০১৭বেশ ভালো লাগল।অনেক ধন্যবাদ।
-
সাইয়িদ রফিকুল হক ৩০/০৯/২০১৭হু, বিধি বাম!
-
Tanju H ৩০/০৯/২০১৭অসাধারন।শুভেচ্ছা নিবেন প্রিয় কবি।