মুখোশ
আমি মুখোশ পরি আর খুলে ফেলি,
পরি আর খুলি,
খুলি আর পরি,
তারপর আবার পরি,
ঘুমাই,
ঝিমাই,
মুখোশটা আর খোলা হয় না,
আপন লাগে।
ভয়ঙ্কর রকমের আপন।
মুখোশ
-কামরুজ্জামান সাদ
পরি আর খুলি,
খুলি আর পরি,
তারপর আবার পরি,
ঘুমাই,
ঝিমাই,
মুখোশটা আর খোলা হয় না,
আপন লাগে।
ভয়ঙ্কর রকমের আপন।
মুখোশ
-কামরুজ্জামান সাদ
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ২১/০৭/২০২০Right
-
স্বপন রোজারিও (মাইকেল) ২১/০৭/২০২০বর্তমান বাস্তবতা।
-
কে. পাল ২১/০৭/২০২০Darun
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২১/০৭/২০২০অসাধারণ।