মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট পেলেন জেসিয়া ইসলাম
অনেক নাটকীয়তার পর জান্নাতুল নাঈম এভ্রিলকে অপসারণ করে এই প্রতিযোগিতার মুকুট জয় করে নিলেন জেসিয়া ইসলাম।গত কিছুদিনের বিতর্কের অবসান ঘটল এর মাধ্যমে।বিচারকদের রায় পরিবর্তন করে আয়োজকরা এভ্রিলের নাম ঘোষণা করে।এটা নিয়ে শুরু হয় নানান আলোচনা ও সমালোচনা।প্রথম আলোর অনুসন্ধানে বেরিয়ে আসে এভ্রিল বিবাহিত!তার দুমাসের সংসার ছিলো।পরে ডিভোর্স হয়।কিন্তু মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতার অন্যতম শর্ত অংশগ্রহণকারীকে অবশ্যই অবিবাহিত হতে হবে।এই শর্ত পূরণে ব্যর্থ হয় এভ্রিল।তাই পরবর্তীতে ০৪ অক্টোবর জেসিয়া ইসলামের নাম ঘোষণা হয়ে।এরই মধ্যে জেসিয়াকে বিভিন্ন তারকারা অভিনন্দন জানিয়েছেন।জেসিয়া ভক্তরা কিছুটা হলেও এখন স্বস্তিতে থাকবেন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Mahbubur Rahman ২২/১০/২০১৭ভাল লাগ্লনা
-
দীপঙ্কর বেরা ১৭/১০/২০১৭জানলাম
-
আবুল খায়ের ০৫/১০/২০১৭ধন্যবাদ কবি বন্ধুবর
-
Tanju H ০৪/১০/২০১৭কিছু বলার নাই।।
-
মুহাম্মাদ রাসেল উদ্দীন ০৪/১০/২০১৭সুন্দরী প্রতিযোগীতার নামে এসব ভন্ডামী!!
-
আজাদ আলী ০৪/১০/২০১৭Congratulation JESIYA ISLAM.