আমার উদাস বিকেল -০১
: তাহলে বলো কেনো এমন কথা?
: ভুল করে বলেছি। ভুল করা যাবেনা? তুমি ভুল করোনা? এইযে মাঝে মাঝে মেসেজগুলো সিন করে রেখে দাও ।ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত।এগুলো কি ভুল না?কই রিপ্লে না পেলেও তো কিছু বলি না।একটা স্যরি পর্যন্ত বলো না। এমন ভুল হয়না?
: এমনটা তো হয়।আমি তো মানা করছি না।
: আমরা সবাই ভুল করি। জেনে ভুল করি, না জেনে ভুল করি।
এ যেমন তুমি তীব্র অবহেলায় আমাকে কষ্ট দিয়ে ভুল করছো।আমি দ্বিগুণ ভালবেসে ভুল করছি।দিনশেষে ওই একটি কথাই-আমরা ভুলের মাঝে আছি।দরকার কি এভাবে ভুলের মাঝে ডুবে থাকার?কালবৈশাখীর ঝড়ের মত হঠাৎ এসে উড়ে চলে যেতে ইচ্ছে করে।এভাবে বাঁচা যায় না,এভাবে বাঁচতে পারি না।
: আচ্ছা,যাও আর বলব না।এবার ঠিক আছে?
: এই নিয়ে কতবার বললে একথাটা?
(আমার উদাস বিকেল -০১
//কামরুজ্জামান সাদ)
: ভুল করে বলেছি। ভুল করা যাবেনা? তুমি ভুল করোনা? এইযে মাঝে মাঝে মেসেজগুলো সিন করে রেখে দাও ।ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত।এগুলো কি ভুল না?কই রিপ্লে না পেলেও তো কিছু বলি না।একটা স্যরি পর্যন্ত বলো না। এমন ভুল হয়না?
: এমনটা তো হয়।আমি তো মানা করছি না।
: আমরা সবাই ভুল করি। জেনে ভুল করি, না জেনে ভুল করি।
এ যেমন তুমি তীব্র অবহেলায় আমাকে কষ্ট দিয়ে ভুল করছো।আমি দ্বিগুণ ভালবেসে ভুল করছি।দিনশেষে ওই একটি কথাই-আমরা ভুলের মাঝে আছি।দরকার কি এভাবে ভুলের মাঝে ডুবে থাকার?কালবৈশাখীর ঝড়ের মত হঠাৎ এসে উড়ে চলে যেতে ইচ্ছে করে।এভাবে বাঁচা যায় না,এভাবে বাঁচতে পারি না।
: আচ্ছা,যাও আর বলব না।এবার ঠিক আছে?
: এই নিয়ে কতবার বললে একথাটা?
(আমার উদাস বিকেল -০১
//কামরুজ্জামান সাদ)
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঁঝের তারা ১০/০৫/২০১৮অপূর্ব...
-
সৌরভ ভূঞ্যা ০৮/০৫/২০১৮ভুল! শুধু ভুলে ভরা এ জীবন।
-
সাইয়িদ রফিকুল হক ০৮/০৫/২০১৮ভুল! সবই ভুল!
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ০৮/০৫/২০১৮বেশ লেগেছে।
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ০৮/০৫/২০১৮দারুণ বন্ধু