কোন এক নারীকে ভালবেসে
কোন এক নারীকে ভালবেসে-
বর্ষারাতকে মনে হয় পোষাকি
শরত আকাশের মত স্বচ্ছ লাগে
অভিভূত প্রেমিকের কাছে সব রঙিন।
উজ্জ্বল হয়ে ধরা দেয় ঝিঁঝিঁপোকার কলরব
পাখির বিনয়ও ধরা দেয় মনে
নির্ঝরকে মনে হয় হৃদয়ের বিস্ফোরক ধ্বনি
মৃদু বাতাসও যেন গর্জন করে ওঠে হৃদয়ের অরণ্যে।
কোন এক নারীকে ভালবেসে-
দিনরাত, সারাদিন, সারারাত কেটে যায়
নগর থেকে পল্লী
তপ্ত মরুভূমি থেকে সমতলের তৃণভূমি
অবিরল সময়ের ফাঁকে।
অভিভূত প্রেমিকের কাছে সব রঙিন।
কত কত আয়োজন সেই নারীকে কেন্দ্র করে
কত কাজ পড়ে থাকে মোহে,ভুলে।
অথচ এই বর্ষার রাতটা পড়ে থাকে
একসময় এই রাত হয়ে ওঠে বিষাদের কারণ।
কোন এক নারীকে ভালবেসে -
প্রজাপতির মত ডানা মেলে উড়ে বেড়ানো যায়
বিনিদ্র রাত কেটে যায়।
বাউলের বীণাতারে শোনা যায় হৃদয়ের স্পন্দন
নারীকে ভালবেসে ঘর ভাঙা যায়,গড়া যায়।
ঢের যুগ কেটে যায়...
কঠিন পৃথিবীটাতেও আসে স্নিগ্ধতা
কিন্তু রাত্রি শেষে কোলাহলে ভরে যায়
নারীর শরীরকে তখন অস্পষ্ট লাগে।
আঁকাবাঁকা বুনন মেঘে ঢেকে যায়।
ভালবাসা হারায় কোথায়?
বর্ষারাতকে মনে হয় পোষাকি
শরত আকাশের মত স্বচ্ছ লাগে
অভিভূত প্রেমিকের কাছে সব রঙিন।
উজ্জ্বল হয়ে ধরা দেয় ঝিঁঝিঁপোকার কলরব
পাখির বিনয়ও ধরা দেয় মনে
নির্ঝরকে মনে হয় হৃদয়ের বিস্ফোরক ধ্বনি
মৃদু বাতাসও যেন গর্জন করে ওঠে হৃদয়ের অরণ্যে।
কোন এক নারীকে ভালবেসে-
দিনরাত, সারাদিন, সারারাত কেটে যায়
নগর থেকে পল্লী
তপ্ত মরুভূমি থেকে সমতলের তৃণভূমি
অবিরল সময়ের ফাঁকে।
অভিভূত প্রেমিকের কাছে সব রঙিন।
কত কত আয়োজন সেই নারীকে কেন্দ্র করে
কত কাজ পড়ে থাকে মোহে,ভুলে।
অথচ এই বর্ষার রাতটা পড়ে থাকে
একসময় এই রাত হয়ে ওঠে বিষাদের কারণ।
কোন এক নারীকে ভালবেসে -
প্রজাপতির মত ডানা মেলে উড়ে বেড়ানো যায়
বিনিদ্র রাত কেটে যায়।
বাউলের বীণাতারে শোনা যায় হৃদয়ের স্পন্দন
নারীকে ভালবেসে ঘর ভাঙা যায়,গড়া যায়।
ঢের যুগ কেটে যায়...
কঠিন পৃথিবীটাতেও আসে স্নিগ্ধতা
কিন্তু রাত্রি শেষে কোলাহলে ভরে যায়
নারীর শরীরকে তখন অস্পষ্ট লাগে।
আঁকাবাঁকা বুনন মেঘে ঢেকে যায়।
ভালবাসা হারায় কোথায়?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মধু মঙ্গল সিনহা ২০/০৮/২০১৮খুব ভালো লাগলো....
-
বি.এম. শাকিলুর রহমান ২৮/০৭/২০১৮খুব ভালো লাগলো....
-
সাইয়িদ রফিকুল হক ২৭/০৭/২০১৮ভালো।
-
জহির রহমান ২৭/০৭/২০১৮কোন এক নারীকে ভালোবেসে...
-
সাইদ খোকন নাজিরী ২৭/০৭/২০১৮বেশ চমৎকার লিখনি।
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ২৭/০৭/২০১৮ওহ!!
বন্ধু, দারুণ থিম আর সত্যিই ভাললাগার কবিতা।।