কবি কথা বলে
কবি কথা বলে-আবৃত্তি শোনায়
সাবলীল ভাষায়,
প্রতিটি উচ্চারণ গেঁথে যায় মনের কোনায়
শব্দের প্রতি ভালবাসায়।
কবি কথা বলে-শব্দের সাথে শব্দ জুড়ে
মনের ছবি সাজায় নিত্যদিনে,
ভালবেসে লেখা ছন্দে,রূপে,সুরে
দিন ও রাত্রির অন্তহীনে।
কবি কথা বলে-কবিতার মত করে
অপরূপ সুন্দর ও শ্রুতিমধুর,
নান্দনিক সৃষ্টিকর্ম গড়ে,
এ যেন কথা নয়, পিরামিডসম কোহিনূর।
সাবলীল ভাষায়,
প্রতিটি উচ্চারণ গেঁথে যায় মনের কোনায়
শব্দের প্রতি ভালবাসায়।
কবি কথা বলে-শব্দের সাথে শব্দ জুড়ে
মনের ছবি সাজায় নিত্যদিনে,
ভালবেসে লেখা ছন্দে,রূপে,সুরে
দিন ও রাত্রির অন্তহীনে।
কবি কথা বলে-কবিতার মত করে
অপরূপ সুন্দর ও শ্রুতিমধুর,
নান্দনিক সৃষ্টিকর্ম গড়ে,
এ যেন কথা নয়, পিরামিডসম কোহিনূর।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ০২/০৪/২০১৮বেশ তো!
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ০২/০৪/২০১৮অতুলনীয় সুন্দর।
-
মোঃ ফাহাদ আলী ০২/০৪/২০১৮শুভকামনা রইল প্রিয় কবি।
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ০২/০৪/২০১৮বাহ বাহ।সুন্দর
-
আনাস খান ০২/০৪/২০১৮অভিনন্দন প্রিয় কবি