ফাল্গুনে এক প্রেমিকার দেখা পেয়েছি
ফাল্গুনে এক প্রেমিকার দেখা পেয়েছি
-কামরুজ্জামান সাদ
ফাল্গুনে এক প্রেমিকার দেখা পেয়েছি,
পলাশের মাঝে যে খেলে লুকোচুরি,
কৃষ্ণচূড়ার মত লাল গালে এঁকেছি,
মধ্যদুপুরে আমার স্বপ্নের ফুলঝুরি।
খুলে গেছে বাসন্তী ফুলের বেণী তার,
দীঘল চুলে মোর বাড়িয়েছে পিপাসা,
তুমি কি আসবে প্রিয়া?ওগো একবার,
নেশাখোর চোখের মিটাবে সে ভাষা।
কোন এক তীব্র লাল বসন্তের রাতে,
তাকিয়ে থেকেছি ওই দূর আকাশে,
চোখ চায়নি একটি প্রহরও ঘুমাতে,
তোমার কথা ভেবেছি ফাল্গুনের মাসে।
ওগো আমার একান্ত ফাল্গুনী প্রেমিকা,
স্নিগ্ধ রূপে এই রক্ত পলাশের বনে,
রক্ত দুপুরে আমাকে করো না একা,
গল্প শুনিও কোন এক আশ্চর্য নির্জনে।
-কামরুজ্জামান সাদ
ফাল্গুনে এক প্রেমিকার দেখা পেয়েছি,
পলাশের মাঝে যে খেলে লুকোচুরি,
কৃষ্ণচূড়ার মত লাল গালে এঁকেছি,
মধ্যদুপুরে আমার স্বপ্নের ফুলঝুরি।
খুলে গেছে বাসন্তী ফুলের বেণী তার,
দীঘল চুলে মোর বাড়িয়েছে পিপাসা,
তুমি কি আসবে প্রিয়া?ওগো একবার,
নেশাখোর চোখের মিটাবে সে ভাষা।
কোন এক তীব্র লাল বসন্তের রাতে,
তাকিয়ে থেকেছি ওই দূর আকাশে,
চোখ চায়নি একটি প্রহরও ঘুমাতে,
তোমার কথা ভেবেছি ফাল্গুনের মাসে।
ওগো আমার একান্ত ফাল্গুনী প্রেমিকা,
স্নিগ্ধ রূপে এই রক্ত পলাশের বনে,
রক্ত দুপুরে আমাকে করো না একা,
গল্প শুনিও কোন এক আশ্চর্য নির্জনে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১৯/০৩/২০১৮সুন্দর
-
নুরনবী সরকার ২৪/০২/২০১৮বেশ! বেশ! আমিই পেলাম না!!
-
Shafi md Omar Faruq ১৯/০২/২০১৮ফাল্গুনী প্রেমিক কি
-
রেজাউল রেজা (নীরব কবি) ১৯/০২/২০১৮চমৎকার!
-
মাসুদ শান ১৯/০২/২০১৮চমৎকার কাব্যিক অনুভূতি
-
মধু মঙ্গল সিনহা ১৯/০২/২০১৮চমৎকার কবিতা
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ১৯/০২/২০১৮বাহ
-
মো : আবুল হোসেন ১৯/০২/২০১৮দারুণ কবিতা!
-
তিতির ১৯/০২/২০১৮চমৎকার কবিতা
-
অনিরুদ্ধ আলম ১৯/০২/২০১৮সুন্দর।