চাঁদ
বাড়ির ছাদের শিওরে একফালি চাঁদ,
তাতে হানা দেয় জাফরান মেঘ,
অনুভবেরা করে ওঠে আর্তনাদ,
চাঁদটার মত অস্পষ্ট হয় বিবেক।
ছাদে দাঁড়িয়ে দেখা চাঁদটা প্রিয়,
অন্ধ আবেগে হয়ে থাক বরণীয়।
তাতে হানা দেয় জাফরান মেঘ,
অনুভবেরা করে ওঠে আর্তনাদ,
চাঁদটার মত অস্পষ্ট হয় বিবেক।
ছাদে দাঁড়িয়ে দেখা চাঁদটা প্রিয়,
অন্ধ আবেগে হয়ে থাক বরণীয়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ০৭/০৫/২০১৮ভালো।
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০৭/০৫/২০১৮ভালো লাগল। শুভেচ্ছা।
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ০৭/০৫/২০১৮প্রেমিক মনের বিরহগাঁথা কাব্য,....
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ০৭/০৫/২০১৮বেশ হয়েছে।
-
পবিত্র চক্রবর্তী ০৭/০৫/২০১৮ভালো লাগলো । আর দাঁড়িয়ে হবে ॥