বিচ্ছেদ
প্রেম ধীরে মুছে যায় ;
প্রশান্ত মনে খেলা করে অতিকায় বিচ্ছেদ ;
মাইলের পর মাইল -
অস্পষ্ট দুপুর নিভন্ত সূর্যের পানে চেয়ে থাকে,
এই চেয়ে থাকায় ধূসর হাসি ,প্রেমের গল্প লিখতে জানে না।
কাঁধের উপর ঝাপসা হাত রেখে কেউ যেন জাগিয়ে দেয় আমাকে।
মুছে যাওয়া প্রেমের পানে আর চেয়ে থাকি না।
নতুন উদ্যমে ছুটে চলার সময় হয়তো এসে গেছে।
প্রশান্ত মনে খেলা করে অতিকায় বিচ্ছেদ ;
মাইলের পর মাইল -
অস্পষ্ট দুপুর নিভন্ত সূর্যের পানে চেয়ে থাকে,
এই চেয়ে থাকায় ধূসর হাসি ,প্রেমের গল্প লিখতে জানে না।
কাঁধের উপর ঝাপসা হাত রেখে কেউ যেন জাগিয়ে দেয় আমাকে।
মুছে যাওয়া প্রেমের পানে আর চেয়ে থাকি না।
নতুন উদ্যমে ছুটে চলার সময় হয়তো এসে গেছে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোহাম্মদ সফিউল হক ২৩/১১/২০১৮সুন্দর
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২৭/১০/২০১৮দারুন।
-
সাইয়িদ রফিকুল হক ২৬/১০/২০১৮ভালো লাগলো।
-
আব্দুল হক ২৬/১০/২০১৮Best wishes