কামরুজ্জামান সাদ
কামরুজ্জামান সাদ-এর ব্লগ
-
দীর্ঘ রজনীর অশ্রু শোকে,
জ্বলে উঠেছে রূপসীর চোখে,
সেথায় দেখি বিষাদভার,
অশ্রু শিখা জ্বলে ওঠে বারবার। [বিস্তারিত] -
তোমাকে দেব বলেই রাত জেগে চিঠি লিখেছি,
চিঠির শুরুতেও লিখেছি প্রিয়তমা,
চিঠিতে লিখেছি আমার অতৃপ্ত ভালবাসার কথা।
অথচ চিঠিটা পাঠাবো বলে ডাকঘরে যখন পৌঁছিয়েছি, [বিস্তারিত] -
আবার কখনো যদি কথা হয়,
বছর খানেক পরে,
বা তার চেয়ে বেশি সময়,
বোশেখের শুরুতেই যদি দেখা হয়ে যায়- [বিস্তারিত] -
সরকারি অর্থায়নে একটা প্রেম করার ইচ্ছে আগে থেকেই ছিল,
বেসরকারি পৃষ্ঠপোষকতায় কোন কিছুই ভাল লাগে না,
প্রেমের মজাটাই মরে যায়।
প্রেমটা বুঝি এবার হয়েই যাবে! [বিস্তারিত] -
এই পৃথিবীর রাত্রিতে নক্ষত্রের বিচরণে
আমার বিচরণ নগণ্য
পরিচ্ছন্ন অন্ধকারের কারণে
আমাকে লাগে অপ্রকৃতিস্থ,বন্য। [বিস্তারিত] -
আজ বিকালে তুমি যদি পাশে থাকতে
তবে কিছু বলা যেত;চারিদিকে শত শত
ফড়িঙের রঙ গায়ে মাখতে
ভাবখানা হত স্নিগ্ধ ছবির মত। [বিস্তারিত] -
কবি কথা বলে-আবৃত্তি শোনায়
সাবলীল ভাষায়,
প্রতিটি উচ্চারণ গেঁথে যায় মনের কোনায়
শব্দের প্রতি ভালবাসায়। [বিস্তারিত] -
অনেক বছর পরে আবার যদি দেখা হয়
যশোর শহরের চৈত্রসংক্রান্তির বিকেলে,
নিরুত্তর থেকো না যেন,করো নাকো ভয়,
এখনকার মত লুকিয়ে নয়,ভালবেসো ডানা মেলে। [বিস্তারিত] -
শহরের বিরুদ্ধে আর কোন অভিযোগ নেই,
পড়ন্ত বিকেলের বিরুদ্ধে অভিযোগ নেই,
নেই বসন্তের বিরুদ্ধে কোন অভিযোগ,
চায়ের কাপের বিরুদ্ধেও অভিযোগ করা বাদ দিয়েছি। [বিস্তারিত] -
অনিন্দ্য কিরাম আচে রে?
সেই যে পুজোর সময় দেকেছি ওরে,
চিহারা কি আগের মত আচে?নাকি তার চাতু সুন্দর হয়ি?
মাথায় ঝাঁকড়া চুল আচে নাকি চান্দিতে জ্বোনাক জ্বলে! [বিস্তারিত] -
এই আকাশ ভাল লাগে-বসন্তের তীব্র রোদের ঝলকানি,
দ্যাখে গোপন প্রেমের আবেশে জড়িয়ে যাই,
ক্লান্ত মৃদু দেহে হঠাৎ স্নিগ্ধ কোন রেখা টানি,
চোখের পাতায় শান্ত রোদ ধরা দেবে তাই। [বিস্তারিত] -
নিজে পারি না তবে অন্যের থেকে পাওয়ার আশা করি।এটা ঠিক নয়।তারপরও আমার স্বভাবটাই এরকম।নিজে ভাল লিখতে পারিনা, না গল্পে না কবিতায়! অথচ আমি চাচ্ছি তারুণ্যের লেখকেরা ভাল লিখুক।কবিতা পড়ে মনে হবে এটাই তো চাইছিল... [বিস্তারিত]
-
আমাদের গল্পের মাঝে চলে যায়
দুটি শাদা রাজহাঁস
আর একটি গাঙচিল,
তারপর বৃহৎ ম্যানগ্রোভকে মনে হয় [বিস্তারিত] -
একা কোন বালিকার আঁখি,
এ হৃদয়ে রেখেছি যে মাখি,
আচমকা দাড়াও এ সাঁঝে,
আমার পৃথিবী তার মাঝে। [বিস্তারিত] -
নিঃশব্দ রাতেরও আছে প্রাণ,
প্রেমিক অপ্রেমিক সবাই জানে,
নব চাঁদ করে বিস্ময় দান,
নিস্তব্ধতা বলে যায় কানে কানে। [বিস্তারিত]