www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মুক্তি দিলাম

আমি বার বার প্রেমে পরেছি।
বিভীন্ন রূপে, বিভীন্ন সময়,
প্রেম এসেছে আমার জীবনে;
কখনও কারো অর্ধনিমগ্ন ঢুলু ঢুলু চোখের
প্রেমে পরেছি।
কখনো প্রেম এসেছে
কারো শরীরের ভাষায়;
কখনো কোনো বন্ধুত্বের মধ্য দিয়ে;
আবার কখনো, কারো সুন্দর,-
মিষ্ট ব্যবহারে।
প্রেম এসেছে-
কবিতায় নিহীত ভালবাসার আলিঙ্গনে;
প্রেম এসেছে-
যৌবনদ্ধতো হরমোনের প্রলোভনে;
বার বার প্রেম এসেছে,-
চুমু খেয়েছে, আমার চোখে-মুখে-ঠোঁটে।
আজ সেই সমস্ত প্রেমকে
আমি মুক্তি দিলাম-
এক সাস্বত যৌবনের স্রোতোচ্ছাসে,-
প্রেম, তোমায় মুক্তি দিলাম।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮১৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৩/০৯/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সোলাইমান ২৬/০৯/২০১৬
    supper
  • ঐশ্বরিক হিমা ২৪/০৯/২০১৬
    আবার হয়তো প্রেম আসবে অন্য কোন ভাবনাতে ।
    বেশ হয়েছে।
    • কালপুরুষ ২৪/০৯/২০১৬
      প্রেম তো আসে না হলে কবিতা ছন্দ পায় কিভাবে বলুন
      তবে আপাতত প্রেমকে ছুটি দিয়েছি
      মন্তব্যের জন্য ধন্যবাদ
  • প্রেম আসুক
 
Quantcast