বন্ধু
বন্ধু মানে অন্ধকার রাতে একখানি আলো,
বন্ধু মানে সারা জীবন বাসবে তোমায় ভালো,
বন্ধু মানে মনের কথা জানবে আর এক মন,
বন্ধু মানে তোমার জন্য একান্ত আপন।
বন্ধু মানে সুখের দিনে তোমার মুখের হাঁসি,
বন্ধু মানে দুখের সময়ে একমাত্র সাথী,
বন্ধু মানে তর্ক-বিবাদ আবার মিলন হওয়া,
নিন্দার্হ্য সকল কথা নিমেষে ভুলে যাওয়া।
বন্ধু মানে শ্যামের বাঁশি রাধার চোখের জল,
বন্ধু মানে অথই জলে হারিয়ে যাওয়া তল,
বন্ধু মানে বার্ধক্যে তোমার হাতের লাঠি,
বন্ধু মানে অসময়ে পায়ের তলার মাটি।
বন্ধু মানে ঝড়ে জলে প্রজ্জলিত আলো,
হোঁচট খেলে বলবে যারে হাতটা আমার ধরো,
বন্ধু মানে তোমার তরে উত্সর্গীত প্রাণ,
বন্ধু সে তো তোমার কাছে পরম ভগবান।।
বন্ধু মানে সারা জীবন বাসবে তোমায় ভালো,
বন্ধু মানে মনের কথা জানবে আর এক মন,
বন্ধু মানে তোমার জন্য একান্ত আপন।
বন্ধু মানে সুখের দিনে তোমার মুখের হাঁসি,
বন্ধু মানে দুখের সময়ে একমাত্র সাথী,
বন্ধু মানে তর্ক-বিবাদ আবার মিলন হওয়া,
নিন্দার্হ্য সকল কথা নিমেষে ভুলে যাওয়া।
বন্ধু মানে শ্যামের বাঁশি রাধার চোখের জল,
বন্ধু মানে অথই জলে হারিয়ে যাওয়া তল,
বন্ধু মানে বার্ধক্যে তোমার হাতের লাঠি,
বন্ধু মানে অসময়ে পায়ের তলার মাটি।
বন্ধু মানে ঝড়ে জলে প্রজ্জলিত আলো,
হোঁচট খেলে বলবে যারে হাতটা আমার ধরো,
বন্ধু মানে তোমার তরে উত্সর্গীত প্রাণ,
বন্ধু সে তো তোমার কাছে পরম ভগবান।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোস্তাফিজার সুজন ২৮/১০/২০১৬অসাধারন👍
-
রাবেয়া মৌসুমী ২৮/০৯/২০১৬অসাধারন বন্ধুেপ্তর বন্দনা,মুগ্ধ হলাম।
-
সোলাইমান ২৬/০৯/২০১৬ভাল হয়েছে
-
শাহাদাত হোসেন রাতুল ২৪/০৯/২০১৬ভাল লাগলো ।।
-
সাইয়িদ রফিকুল হক ২৪/০৯/২০১৬বন্ধু আসলেই অনন্য।
-
অঙ্কুর মজুমদার ২৪/০৯/২০১৬বন্ধু মানে কান্না হাসি শিশির ভেজা ভোর,
বন্ধু মানে সাদা কালোতে রঙ্গিন একটু ঘোর।
বন্ধু মানে চলার সাথী মরুর বুকে জল,
বন্ধু মানে দুঃখের মাঝে হাসি খুশির ঢল।
বন্ধু মানে রাত জাগা সহস্র কল্পনা
বন্ধু মানে মনের মাঝে একগুচ্ছ আল্পনা,
বন্ধু মানে পথের ধারে অরণ্যের ছায়া
বন্ধু মানে দূরত্ব বাড়লে প্রণীত হয় মায়া।
বন্ধু মানে শীতের চাঁদর গ্রীষ্মে শীতলতা,
বন্ধু মানে বসন্তের আমেজ শরতের কোমলতা।
বন্ধু মানে মেঘের ফাঁকে একচিলতে রোদ,
বন্ধু মানে নেই হিংসা,নেই প্রতিশোধ।
বন্ধু মানে একটু অভিমান ঝগড়া আর ভালোবাসা,
বন্ধু মানে শূণ্যের মাঝে পূর্ণের শত আশা। -
মোহাম্মদ কামরুল ইসলাম ২৪/০৯/২০১৬অনন্য হয়েছে, খুব ভালো লাগলো।
-
স্বপন রোজারিও (মাইকেল) ২৪/০৯/২০১৬বন্ধু নিয়ে সুন্দর কবিতা।