www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বন্ধু

বন্ধু মানে অন্ধকার রাতে একখানি আলো,
বন্ধু মানে সারা জীবন বাসবে তোমায় ভালো,
বন্ধু মানে মনের কথা জানবে আর এক মন,
বন্ধু মানে তোমার জন্য একান্ত আপন।

বন্ধু মানে সুখের দিনে তোমার মুখের হাঁসি,
বন্ধু মানে দুখের সময়ে একমাত্র সাথী,
বন্ধু মানে তর্ক-বিবাদ আবার মিলন হওয়া,
নিন্দার্হ্য সকল কথা নিমেষে ভুলে যাওয়া।

বন্ধু মানে শ্যামের বাঁশি রাধার চোখের জল,
বন্ধু মানে অথই জলে হারিয়ে যাওয়া তল,
বন্ধু মানে বার্ধক্যে তোমার হাতের লাঠি,
বন্ধু মানে অসময়ে পায়ের তলার মাটি।

বন্ধু মানে ঝড়ে জলে প্রজ্জলিত আলো,
হোঁচট খেলে বলবে যারে হাতটা আমার ধরো,
বন্ধু মানে তোমার তরে উত্সর্গীত প্রাণ,
বন্ধু সে তো তোমার কাছে পরম ভগবান।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৩০৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৪/০৯/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • অসাধারন👍
  • রাবেয়া মৌসুমী ২৮/০৯/২০১৬
    অসাধারন বন্ধুেপ্তর বন্দনা,মুগ্ধ হলাম।
  • সোলাইমান ২৬/০৯/২০১৬
    ভাল হয়েছে
  • ভাল লাগলো ।।
  • বন্ধু আসলেই অনন্য।
  • অঙ্কুর মজুমদার ২৪/০৯/২০১৬
    বন্ধু মানে কান্না হাসি শিশির ভেজা ভোর,
    বন্ধু মানে সাদা কালোতে রঙ্গিন একটু ঘোর।
    বন্ধু মানে চলার সাথী মরুর বুকে জল,
    বন্ধু মানে দুঃখের মাঝে হাসি খুশির ঢল।
    বন্ধু মানে রাত জাগা সহস্র কল্পনা
    বন্ধু মানে মনের মাঝে একগুচ্ছ আল্পনা,
    বন্ধু মানে পথের ধারে অরণ্যের ছায়া
    বন্ধু মানে দূরত্ব বাড়লে প্রণীত হয় মায়া।
    বন্ধু মানে শীতের চাঁদর গ্রীষ্মে শীতলতা,
    বন্ধু মানে বসন্তের আমেজ শরতের কোমলতা।
    বন্ধু মানে মেঘের ফাঁকে একচিলতে রোদ,
    বন্ধু মানে নেই হিংসা,নেই প্রতিশোধ।
    বন্ধু মানে একটু অভিমান ঝগড়া আর ভালোবাসা,
    বন্ধু মানে শূণ্যের মাঝে পূর্ণের শত আশা।
    • কালপুরুষ ২৪/০৯/২০১৬
      অনন্য অনন্য
      কবিতার পাতায় মন্তব্য আর একটা কবিতায়
      কবির কণ্ঠে ঝড়ে পরে কবিতার অনুনয়
      রোদে ঝড়ে থাকুক বেঁচে কবিতার প্রেরণা
      বন্ধু তুমি ভালো থেকো কবিতা ভুলো না
  • অনন্য হয়েছে, খুব ভালো লাগলো।
  • বন্ধু নিয়ে সুন্দর কবিতা।
 
Quantcast