www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অনুসরণ

তোমার আর আমার মধ্যে
পার্থক্য আছে ;  
তুমি অনুসরণ করো অন্যদের
কিন্তু আমি অনুসরণ করি শুধু নিজেকে।
আমি তসলিমা নাসরিন পড়েছি,
আমি হুমায়ুন আজাদ পড়েছি,
এমনকি খুব মনযোগ দিয়ে দেখেছি
ড. জাকির নায়েকের ভিডিও।
কিন্তু তোমার আর আমার মধ্যে
পার্থক্য আছে।
আমি আস্তিক,
ধর্মে আমারও বিশ্বাস আছে ;
বিশ্বাস আছে প্রতিটি ধর্মের পবিত্র গ্রন্থে -
বেদ, বাইবেল, কূরান, গীতা।-
রবীন্দ্রনাথের কবিতায়,
নজরুলের বিদ্রোহী ভাষায়,  
জসীমউদ্দীনের কথায়  
আর জীবনানন্দের শব্দ খেলায়
বুঁদ হয়ে আস্বাদন করি
আমার বাংলা ভাষা।
এমনকি কোনো কোনো সময়  
আমার একাকীত্ব কাটে
ওয়ার্ডসওয়ার্থে মুখ গুঁজে।-
কখনো রুপম ইসলাম;  
কখনো অঞ্জন,  কখনো সুমন,
আবার কখনো চিলড্রেন ওফ বডম ,
কখনো স্ল্যাস তো কখনো জ্যাকসন,
কিংবা কখনো অল্টার ব্রীজ বা লিঙ্কিং পার্ক
এসে নিয়ে যায় আমায় অন্য গ্রহে।
এমনটা হয়তো কখনো সখনো
তোমার সাথেও ঘটে,
কিন্তু তোমার আর আমার মধ্যে
পার্থক্য আছে,-
তুমি অনুসরণ করো অন্যদের
আর আমি অনুসরণ করি শুধু নিজেকে।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯৪৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৩/০৯/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • বেশ ভাল
  • সোলাইমান ২৩/০৯/২০১৬
    বেশ সুন্দর।
  • সাইফ রুদাদ ২৩/০৯/২০১৬
    স্বমত
  • আপনার কবিতাটা ভালো লেগেছে বলেই বলছি। ইংরেজি শব্দ ( যদি লিখতেই হয়) , ইংরেজি হরফে না লিখে বাংলায় লিখুন। সেটাই প্রথা। জ্যাকসন , অল্টার ব্রিজ লিখতে তো অসুবিধে হবার কথা নয়।
    • কালপুরুষ ২০/০৯/২০১৬
      ধন্যবাদ
      হমম বাংলায় লেখারই চেষ্টা করি তবে এখানে আর লিখিনি ইংলিশটাই রেখেছি। আপনি বিচক্ষণ মানুষ বললেন যখন মাথায় রাখবো। কিন্তু লেখাটা প্রকাশ হল না কেনো বলতে পারেন
      অপ্রকাশিত ব্লগেই রাখা আছে এটি
 
Quantcast