www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ভালোবাসি



দেখেছি তোমায়- চেনা রাস্তার মোড়ে,
দাঁড়িয়ে থাকতে কতবার;
নীল রঙ, নীল সে চোখ-
শুধু দূর থেকে জানাই
ভালবাসার আবদার।
তুমি অমানিশায় জোত্স্ণাস্নানে ভেজা-
আমার কাটেনি তখনও ক্লান্তির অন্ধকার।
তুমি প্রেম নিয়ে এসে হাতটা বাড়ালে
আমার ঘুমভাঙা চোখে মরীচিকার হাহাকার।
তুমি দাঁড়িয়ে ছিলে চেনা রাস্তার মোড়ে,
ও আমার তৃষ্ণাজাগানিয়া, অনামিকা -
কোথায় তোমার বাস?
বলতে পারো কোন সে দেশে তোমার ঠিকানা?
কি তোমার হৃদয়ের অভিলাষ?

এক জার বাকাটি হোয়াইট রাম নিয়ে বসে আছি,
আমার পানপাত্রটা কোথায় যে হারিয়েছে?
অনামিকা বলতে কি পারো,
কোথায় গেলে খুঁজে পাবো তারে?
স্বপ্নপারে দেখেছিলেম-
ঢুলু ঢুলু চোখ, মধুর হাঁসি;
রাতের কালোয় মুছে গেছে
সমস্ত রঙ, ভায়োলিন, গীটার আর বাঁশি।
একটা সুপ্ত আগ্নেয়গিরি, কিছুটা স্তিমিত আগুন;
আমার জীবনচরিত যেন ক্লান্তির আবডালে
হারানো মিলনতিথি।
তবুও বলতে চাই,- শুধু একবার,
আমার নাম না জানা অনামিকা,-
আমি তোমায় ভালবাসি।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১১৮৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১০/০৯/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • এতো আমার মনের কথা!
  • সাইফ রুদাদ ১৯/০৯/২০১৬
    ভাল হয়েছে, আরো লিখুন
  • প্রসূন রায় ১৭/০৯/২০১৬
    বেস সুন্দর । কবিতা প্রকাশ চালিয়ে যান । খুশি হব
    • কালপুরুষ ২৩/০৯/২০১৬
      আপনারা খুশি হচ্ছেন কবিতা পড়ে আর কি চাই নিশ্চয় প্রকাশ করে যাব

      আনেক ধন্যবাদ ভালো থাকবেন
  • POROSHPATHOR123 ১২/০৯/২০১৬
    অনেক ভাল
  • সোলাইমান ১১/০৯/২০১৬
    সুন্দর কবিতা।
  • বেশ তো!
  • দ্বীপ সরকার ১০/০৯/২০১৬
    মন্দ নয় ভালো
    আরো কবিতা ঢালো
    • কালপুরুষ ১১/০৯/২০১৬
      নিশ্চয় ঢালবো
      তবে এখানে আবার রাজনীতির গন্ধ থাকলেই পোস্ট অপ্রকাশিত থাকে।
  • অঙ্কুর মজুমদার ১০/০৯/২০১৬
    nice1
  • সুন্দর
 
Quantcast