ভালোবাসি
দেখেছি তোমায়- চেনা রাস্তার মোড়ে,
দাঁড়িয়ে থাকতে কতবার;
নীল রঙ, নীল সে চোখ-
শুধু দূর থেকে জানাই
ভালবাসার আবদার।
তুমি অমানিশায় জোত্স্ণাস্নানে ভেজা-
আমার কাটেনি তখনও ক্লান্তির অন্ধকার।
তুমি প্রেম নিয়ে এসে হাতটা বাড়ালে
আমার ঘুমভাঙা চোখে মরীচিকার হাহাকার।
তুমি দাঁড়িয়ে ছিলে চেনা রাস্তার মোড়ে,
ও আমার তৃষ্ণাজাগানিয়া, অনামিকা -
কোথায় তোমার বাস?
বলতে পারো কোন সে দেশে তোমার ঠিকানা?
কি তোমার হৃদয়ের অভিলাষ?
এক জার বাকাটি হোয়াইট রাম নিয়ে বসে আছি,
আমার পানপাত্রটা কোথায় যে হারিয়েছে?
অনামিকা বলতে কি পারো,
কোথায় গেলে খুঁজে পাবো তারে?
স্বপ্নপারে দেখেছিলেম-
ঢুলু ঢুলু চোখ, মধুর হাঁসি;
রাতের কালোয় মুছে গেছে
সমস্ত রঙ, ভায়োলিন, গীটার আর বাঁশি।
একটা সুপ্ত আগ্নেয়গিরি, কিছুটা স্তিমিত আগুন;
আমার জীবনচরিত যেন ক্লান্তির আবডালে
হারানো মিলনতিথি।
তবুও বলতে চাই,- শুধু একবার,
আমার নাম না জানা অনামিকা,-
আমি তোমায় ভালবাসি।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোস্তাফিজার সুজন ২৫/১০/২০১৬এতো আমার মনের কথা!
-
সাইফ রুদাদ ১৯/০৯/২০১৬ভাল হয়েছে, আরো লিখুন
-
প্রসূন রায় ১৭/০৯/২০১৬বেস সুন্দর । কবিতা প্রকাশ চালিয়ে যান । খুশি হব
-
POROSHPATHOR123 ১২/০৯/২০১৬অনেক ভাল
-
সোলাইমান ১১/০৯/২০১৬সুন্দর কবিতা।
-
সাইয়িদ রফিকুল হক ১১/০৯/২০১৬বেশ তো!
-
দ্বীপ সরকার ১০/০৯/২০১৬মন্দ নয় ভালো
আরো কবিতা ঢালো -
অঙ্কুর মজুমদার ১০/০৯/২০১৬nice1
-
স্বপন রোজারিও (মাইকেল) ১০/০৯/২০১৬সুন্দর