ঘর
তুমি আর আমি মিলে একটা বাড়ি
তবে আমাদের খুব ভেতরে
-অন্তঃপুরে
আলাদা কয়েকটি ঘর
কয়েকটি গোপন কক্ষ
সেইসব ঘরে কোনো দরজা নেই
আমরাও প্রবেশ করি না কেউ
যে যার মতো;
দ্বিধাহীন-
ঢুকে দেখি না কারো ভেতর
বরং বাইরে বসেই অপেক্ষা করি
আমরা জেনে গেছি
তুমি আর আমি
দুজন মিলেই একটা বাড়ি
তবে যে যার মতো নিজের ঘর
আলাদা আলাদা
পৃথক এবং ব্যক্তিগত।
২০ডিসেম্বর, ২০১৬
তবে আমাদের খুব ভেতরে
-অন্তঃপুরে
আলাদা কয়েকটি ঘর
কয়েকটি গোপন কক্ষ
সেইসব ঘরে কোনো দরজা নেই
আমরাও প্রবেশ করি না কেউ
যে যার মতো;
দ্বিধাহীন-
ঢুকে দেখি না কারো ভেতর
বরং বাইরে বসেই অপেক্ষা করি
আমরা জেনে গেছি
তুমি আর আমি
দুজন মিলেই একটা বাড়ি
তবে যে যার মতো নিজের ঘর
আলাদা আলাদা
পৃথক এবং ব্যক্তিগত।
২০ডিসেম্বর, ২০১৬
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মধু মঙ্গল সিনহা ২৩/১২/২০১৭ভালো লাগলো....
-
একনিষ্ঠ অনুগত ২২/১২/২০১৭বিচ্ছেদ...
-
আলম সারওয়ার ২২/১২/২০১৭বিজয়ের শুভেচ্ছা জানাই আন্তরিক মোবারকবাদ
-
শেখ ফাহিম ২১/১২/২০১৭অসাধারণ
-
আব্দুল হক ২১/১২/২০১৭সুন্দর, ধন্যবাদ!
-
কামরুজ্জামান সাদ ২১/১২/২০১৭বাহ!