www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

পরিনত

পরিনত



আগেও এসেছি,বসেছি বহুবার

কিন্তু আগের অনুভূতি আর নেই

নেই ফুরফুরে সেই মন

রঙিন স্বপ্ন- রঙিন দিন ফুরিয়েছে আজ,

ধূসর কালো মেঘ জমেছে সেই নীল আকাশে ;

লু বয়ে চলেছে তপ্ত রোদে।

ধূসর মরূ আজ এই প্রান

ক্লান্ত গরম নিঃশ্বাসে,ভেঙ্গেছে এই (বুকের) জায়গাটার বিশ্বাস ;

নিদ্রা এখন দুঃস্বপ্নের ঘর,

ভুল ভেঙ্গেছে এখন বহু তত্ত্বের বহু যুক্তির

বাতাস বইছে রাশি রাশি-উঠেছে ঝড়,

এলোমেলো সব কিছু...বুঝি ভাঙবে ঘর,

পরিচিত সব হয়েছে পর;

শূন্য ঘর পরিত্যক্ত ধূলোয় ঢেকেছে সবকিছু -

বহু নিস্ফল চেষ্টা মুছে ফেলার

কিন্তু দেখি লেগেছে কলঙ্ক মুখে চখে।

- Kalipado Mandal

.............................................................................
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৭৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৪/১২/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast