প্রতিচ্ছবি
একটা শেকল-বাঁধা ফেরারী মন,
আর একটা জমাট বাধা কষ্টের ব্যণ্ডেজ,
অভাগা একটা আমি,
আর অভাগা আমার একাকিত্ব।
চার পাঁচটা ফ্যাকাশে রঙীন মানুষ,
আর কিছু তাদের বানানো সহানুভুতির গল্প।
এই ভাবেই রঙতুলিটাকে ছুড়ে ফেলে দেওয়া বিধবা বেসিন-এ,
এই ভাবেই ভুলে যাওয়া নিজেকে আবিস্কার করা ঝাপসা আয়নাতে,
এই ভাবেই মাথা চুলকিয়ে আবিস্কার করা রুঢ় বাস্তবটাকে,
এই ভাবেই নিজের উদাহরন নিয়ে খুঁজতে থাকা জীবনের মানেটাকে।
আর একটা জমাট বাধা কষ্টের ব্যণ্ডেজ,
অভাগা একটা আমি,
আর অভাগা আমার একাকিত্ব।
চার পাঁচটা ফ্যাকাশে রঙীন মানুষ,
আর কিছু তাদের বানানো সহানুভুতির গল্প।
এই ভাবেই রঙতুলিটাকে ছুড়ে ফেলে দেওয়া বিধবা বেসিন-এ,
এই ভাবেই ভুলে যাওয়া নিজেকে আবিস্কার করা ঝাপসা আয়নাতে,
এই ভাবেই মাথা চুলকিয়ে আবিস্কার করা রুঢ় বাস্তবটাকে,
এই ভাবেই নিজের উদাহরন নিয়ে খুঁজতে থাকা জীবনের মানেটাকে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ০৪/১১/২০১৪উপমাগুলো দারুন দিয়েছন। বিধবা বেসিন, ঝাপসা আয়না ভালো লাগলো। আপনার প্রথম লেখা এটি অনেক ভালো হয়েছে। আসরে আপনাকে স্বাগতম জানাচ্ছি।
-
অনিরুদ্ধ বুলবুল ০৩/১১/২০১৪'নিজের উদাহরণ নিয়ে খুঁজতে থাকা জীবনের মানে' কবিতাকে অশেষ পূর্ণতা দিয়েছে।
অভিনন্দন কবি। -
মঞ্জুর হোসেন মৃদুল ০৩/১১/২০১৪ভাল লাগল।