হে অর্বাচীন
কথা ছিল তুমি আর আমি হাতে হাত ধরে,
রাস্তা পার হব সাগরের পথ ধরে।
তুফান যতই আসুক ঝঞ্ঝা ভরা চোখ নিয়ে,
শঙ্কা আসবেনা মোদের বুকে,
পথ হারাবোনা মোরা পথ খোঁজার ভয়ে।
কথা ছিল তুমি আর আমি,
সব বাধা, সব ব্যাথা ভুলে,
পাড়ি দেব জীবনের মহাসমুদ্রে।
তাই আজ আষাঢ়ে বাদল দিনে
আবার তোমাকে মনে করে,
বলি হে পার্থসারথি,
পারো যদি ধরো আঙুল কষে,
টেনে নাও মোরে তোমার উষ্ণ বুকে।
রাগ অভিমান জলাঞ্জলি দিয়ে,
হে অর্বাচীন আমায় নাও আপন করে।
রাস্তা পার হব সাগরের পথ ধরে।
তুফান যতই আসুক ঝঞ্ঝা ভরা চোখ নিয়ে,
শঙ্কা আসবেনা মোদের বুকে,
পথ হারাবোনা মোরা পথ খোঁজার ভয়ে।
কথা ছিল তুমি আর আমি,
সব বাধা, সব ব্যাথা ভুলে,
পাড়ি দেব জীবনের মহাসমুদ্রে।
তাই আজ আষাঢ়ে বাদল দিনে
আবার তোমাকে মনে করে,
বলি হে পার্থসারথি,
পারো যদি ধরো আঙুল কষে,
টেনে নাও মোরে তোমার উষ্ণ বুকে।
রাগ অভিমান জলাঞ্জলি দিয়ে,
হে অর্বাচীন আমায় নাও আপন করে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রক্তিম ০৬/১১/২০১৪মোরে, মোদের এই কথা বহু ব্যবহারে জীর্ণ অন্য কথা ভেবে দেখুন আরো ভালো হবে।
-
মুহা, লুকমান রাকীব ০৪/১১/২০১৪বাধা বিপদ এক করে
রব মোরা এক ঘরে।
সুন্দর হল কবিতা খানি,
শুভেচ্ছাটা নিবেন জানি।। -
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ০৪/১১/২০১৪রোমান্টিক কবিতা আমার বরাবরই পছন্দ। আর এই কবিতাটি অনেক ভালো লাগলো।