কাইকুবাদ আলি
কাইকুবাদ আলি-এর ব্লগ
ক্রমানুসার:
-
শতাব্দী শুনছ,
আমি কবিতা ছেড়ে দিয়েছি।
কাল সকালে শাওয়ারের নিচে
একটা কবিতা আমার গা ভিজিয়েছে। [বিস্তারিত] -
কবিতা,
তোমায় দিলাম ১৯৪৭,
যাও তুমি মুক্ত, তুমি স্বাধীন।
যাও তুমি তাড়িয়ে দাও জোর করে চেয়ে বসা অবিভাবক-কে, [বিস্তারিত] -
কথা ছিল তুমি আর আমি হাতে হাত ধরে,
রাস্তা পার হব সাগরের পথ ধরে।
তুফান যতই আসুক ঝঞ্ঝা ভরা চোখ নিয়ে,
শঙ্কা আসবেনা মোদের বুকে, [বিস্তারিত] -
একটা শেকল-বাঁধা ফেরারী মন,
আর একটা জমাট বাধা কষ্টের ব্যণ্ডেজ,
অভাগা একটা আমি,
আর অভাগা আমার একাকিত্ব। [বিস্তারিত]