woman body (sonet)
নারীর দেহ( সনেট)
- কাইফ আল এলাহি
নারীদের দেহ ঘেষে কেন দাড়াবেন ?
অযথা নিজ সম্মান কেন হারাবেন ?
সে বলে, '' বস্ত্রে যদি না থাকে শালীনতা,
নিজ মনে কেন থাকবে না মলিনতা ?
মোর মর্যাদা তো হয়েছে দেহ প্রচ্যুত
বিনা হেতু হবে কেন সে ঘর বিচ্যুত?
দুদিন পরে সে মৃত্য করিবে বরণ
তবে কেন দেখাবে সে দেহের গড়ন
একেলা একেলা শান্ত-নিশ্চুপ নিশীথে
যদি সে হাটে এই শহরের বীথিতে
বুনো যখন ছাড়বেনা কারো পিরিতে,
তখন সিদুর কে দেবে তার সিথিতে''
আমি বলি, ''মা -বোন আছে তো তোর ঘরে,
হয়ে জিজ্ঞাসক বল তাহাদের তরে ।'
- কাইফ আল এলাহি
নারীদের দেহ ঘেষে কেন দাড়াবেন ?
অযথা নিজ সম্মান কেন হারাবেন ?
সে বলে, '' বস্ত্রে যদি না থাকে শালীনতা,
নিজ মনে কেন থাকবে না মলিনতা ?
মোর মর্যাদা তো হয়েছে দেহ প্রচ্যুত
বিনা হেতু হবে কেন সে ঘর বিচ্যুত?
দুদিন পরে সে মৃত্য করিবে বরণ
তবে কেন দেখাবে সে দেহের গড়ন
একেলা একেলা শান্ত-নিশ্চুপ নিশীথে
যদি সে হাটে এই শহরের বীথিতে
বুনো যখন ছাড়বেনা কারো পিরিতে,
তখন সিদুর কে দেবে তার সিথিতে''
আমি বলি, ''মা -বোন আছে তো তোর ঘরে,
হয়ে জিজ্ঞাসক বল তাহাদের তরে ।'
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সায়েম মুর্শেদ ১৬/০৫/২০১৯ভালো লেখা। আজকাল তো সনেট প্রায় বিলুপ্ত।
-
আব্দুল হক ১৬/০৪/২০১৯সুন্দর!
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ১৫/০৪/২০১৯বেশ সমসাময়িক ভাবনা।
যে পোশাক পড়লে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দৃশ্যমান হয় তা পোশাকই না। অর্থাৎ তিনি পোশাক পরেন নি।
সবাই সবার বিবেকানুযায়ী জীবন যাপন করা উচিৎ।